পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

দুয়ারে মদ প্রকল্প, নারী নির্যাতন ,খুন-ধর্ষণ বন্ধের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ এবং জাতীয় সড়ক অবরোধ ।

নিজস্ব প্রতিনিধি, নিমতৌড়ি : দুয়ারে মদ প্রকল্প বন্ধ তথা মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, নারী নিগ্রহ ধর্ষণ হত্যা বন্ধ, নারীর নিরাপত্তার দাবিতে আজ সহস্রাধিক মহিলারা হলদিয়া-মেচাদা ৪১নং জাতীয় সড়কে অবরোধ বিক্ষোভ মিছিল করে । বৃহস্পতিবার অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের আহ্বানে মিছিল করে মহিলারা জেলা শাসক দপ্তরে গেলে সেখানে পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তি বেধে যায়। সেখানে থেকে ফিরে এসে হলদিয়া-মেচাদা ৪১নং জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় এক ঘন্টা ধরে চলে এই অবরোধ। পরে প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয় এবং সেখানেই বিক্ষোভ সভা শুরু করে। সভায় বক্তারা তাদের জীবনের যন্ত্রনা তুলে ধরেন। তারা বলেন ঘরে ঘরে মদকে কেন্দ্র করে যেভাবে নারী নিগ্রহের ঘটনা ঘটছে, বাড়ির বাইরে মেয়েদের নিরাপত্তা নেই, ধর্ষণ-খুন বাড়ছে এবং সমগ্র ঘটনায় অন্যতম কারণ মদ। ফলে বিহারের মতো এ রাজ্যে মদ নিষিদ্ধ করতে হবে বলে তারা জানান। তারা বলেন সরকার দুয়ারে মদ প্রকল্প গ্রহণ করতে চলেছে তা বন্ধ করতে হবে। পাশাপাশি মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, যুবকদের কাজ, স্কুল খোলার দাবি নিয়ে সরব হন। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বেলা পাঞ্জা, শ্রাবণী পাহাড়ি সহ প্রমূখ। জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বেলা পাঞ্জা বলেন, আজকে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি চলছে, নিমতৌড়িতে সংগঠনের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে তা একটা বৃহত্তর আন্দোলনের সূচনা মাত্র। সাধারণ বাড়ির মায়েরা আজকে অংশ নিয়েছেন। পাড়ায় পাড়ায় তারা গণ কমিটি গড়ে তুলে মদ মাদকদ্রব্য বন্ধ করবেন এবং অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সামিল হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *