পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজহাওড়া

দুই মোবাইল ছিনতাইকারীকে গ্রেপ্তার করল হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ।

নিজস্ব প্রতিনিধি, হাওড়া :-মোবাইল ছিনতাই করে পালানো ছিনতাইকারী দুই যুবককে হাওড়ার দুটি পৃথক নেশামুক্তি কেন্দ্র থেকে গ্রেফতার করল মালিপাঁচঘড়া থানার পুলিশ। গত ১০ তারিখ হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল। কলেজে যাওয়ার পথে এক ছাত্রীর মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বাইকে করে আসা দুই ছিনতাইকারী। এরপর পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ওই দুই যুবককে চিহ্নিত করার চেষ্টা করে। কিন্তু পুলিশ বিভিন্ন জায়গায় সোর্স লাগিয়ে খোঁজাখুঁজি শুরু করলেও কয়েকদিন ধরে তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষপর্যন্ত পুলিশ গোপন সূত্রে জানতে পারে ছিনতাইকারী দুই যুবক নিজেদের লুকিয়ে রাখতে আত্মগোপন করে রয়েছে হাওড়া ডোমজুড় এবং লিলুয়ার দুটি পৃথক নেশামুক্তি কেন্দ্রে। এরপরই পুলিশ সেখানে হানা দিয়ে ওই দুই যুবককে হাতেনাতে ধরে। ওই ছাত্রীর চুরি যাওয়া মোবাইল ফোনটিও পুলিশ উদ্ধার করেছে। এবং যে মোটরবাইকে করে তারা মোবাইল ছিনতাই করেছিল সেই মোটরবাইকটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। আজই ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে। হাওড়ার সিটি পুলিশের ডিসি নর্থ অনুপম সিং বুধবার এক সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃত দুই যুবককে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। ১২ জুন হবে। শ্রুতি সিং নামের ওই তরুণী বাড়ি ফেরার পথে বামুনগাছি এলাকায় ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *