পাঁশকুড়াপূর্ব মেদিনীপুরবিনোদন

দীর্ঘ ২৭ বছর ধরে সৈন্য জীবন কাটিয়ে অবসরপ্রাপ্ত সময়ে মাইক বাজিয়ে , বাদ্যযন্ত্র সহকারে ও পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে বাড়ি ফিরল সুনীল বাবু।

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া:-দীর্ঘ ২৭ বছর ধরে সৈন্য জীবন কাটিয়ে অবসরপ্রাপ্ত সময়ে মাইক বাজিয়ে – বাদ্যযন্ত্র সহকারে এবং পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে বাড়ি ফেরাটা বাংলার মানুষ খুবই কম দেখেছে বলেই বলাই যায়। আর আজ ঠিক এমনি দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে। দীর্ঘ ২৭ ধরে বছর ধরে ভারতীয় সৈন্য বাহিনীর চিকিৎসা বিভাগের মধ্য দিয়ে দেশসেবা করেছেন পাঁশকুড়ার সুনীল কুমার সামন্ত। বাড়ি ফেরার সময় গ্রামের মানুষ তাঁকে শঙ্খ ধ্বনি এবং পুষ্প বৃষ্টির মধ্যে দিয়ে স্বাগত জানান। সুনীল বাবু জানান আমার সৈনিক জীবনে এটি একটি স্বপ্ন ছিল, যে নিজেকে সুরক্ষিত রেখে দেশসেবা করে বাড়ি ফিরবো যখন তখন এমনই একটি সেরেমনিয়াল আকারে ফিরব। তবে বাংলার বুকে এসব করেনা বলেই বিষয়টি কেউ কোনদিনও দেখেনি। তবে আজ আমি এটি করলাম এর ফলে সাধারণমানুষ সৈনিকদের প্রতি আরো আকৃষ্ট যাতে হয় এবং সৈনিকদের আরো ভালোবাসে তবে তিনি বাড়ি ফিরেছেন পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি এবার তাঁর প্রধান কাজ হবে এলাকার সমস্ত ছেলে- মেয়েদের সৈনিক জীবনের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত ‌করা। যাতে করে ছেলেমেয়েরা সেনাবাহিনীতে যোগদান করে সুনীল বাবুর মত দেশ সেবায় নিজেকে নিয়োজিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *