জেলাব্রেকিং নিউজ

দীর্ঘ ছয় মাস পর চালু হলো লোকাল ট্রেন,খুশির নিত্যযাত্রীরা।

কোলাঘাট

রবিবার সকাল থেকে চালু হলো লোকাল ট্রেন। লোকাল ট্রেন চালানোর গ্রিন সিগন্যাল দিল রাজ্য সরকার। লোকাল ট্রেন পথচলা আজ থেকে শুরু হওয়ায় খুশি রেলযাত্রী থেকে সাধারন ব্যবসায়ী থেকে হকারেরা।গত ৫ ই মে থেকে রাজ্যে কোভিড পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার জন্য রাজ্যসরকারের নির্দেশে বন্ধ থাকে লোকাল ট্রেন। দীর্ঘ প্রায় ৬ মাস লোকাল ট্রেন বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছিলো সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সহ রেলের অসংখ্য হকারেরা। অনেক মানুষই একপ্রকার কর্মহীন হয়ে পড়েছিলো।বিশেষকরে যারা রেলে হকারী করে কোনরকম জীবনযাপন করতেন।আজ থেকে লোকাল ট্রেন শুরু হওয়ায় খুশি সাধারন মানুষ। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশনে সকাল থেকে সেই পুরানো ছন্দে ফিরে পেলো স্টেশন চত্বর।বেলা বাড়তেই রেল যাত্রীদের সংখ্যা ক্রমশই বাড়ছে।তবে যাত্রীদের দাবী ট্রেনের সংখ্যা বাড়ানো হোক।আর সাধারন মানুষ কোভিড নিয়ম নীতি মেনেই ট্রেনে চলাফেরা করুক।সকাল থেকে কোলাঘাট স্টেশন থেকে কোলকাতা সহ খড়গপুর বিভিন্ন স্থানে রওনা দিলো কর্মস্থলে। রবিবার সকসল থেকে আবার লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি নিত্যযাত্রী থেকে হকাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *