জেলাব্রেকিং নিউজ

দীর্ঘ কোভিড পরিস্থিতির অবসান ঘটিয়ে রবিবার দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনে রেল চালু।

বেলদা,শান্তনু রায়

দীর্ঘ প্রতীক্ষার অবসান। কোভিড পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ ছিল লোকাল ট্রেন। রবিবার দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর ডিভিশনের বেলদা স্টেশন থেকে চলল লোকাল ট্রেন। এদিন সকালে চলাচল করল জলেশ্বর হাওড়া লোকাল। ট্রেন চালানোয় জনগণ ও রেল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে মিছিল ও সম্বর্ধনা জ্ঞাপন কর্মসূচি গ্রহণ করল বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। সকাল থেকেই স্টেশনে অভিনন্দন জানিয়ে প্লাকার্ড হাতে মিছিল সংগঠিত করে বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। ৩ নং প্লাটফর্মে আসে জলেশ্বর-হাওড়া লোকাল। ট্রেনের চালককে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় সমিতির পক্ষ থেকে। সমিতির দাবী,  লোকাল চালানোর দাবী সহ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়ার দাবীতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসছে তারা।  গত ২১ শে অক্টোবর লোকাল ট্রেন চালানোর দাবিতে স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশন দিয়েছিল রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি এবং ২৫ শে অক্টোবর খড়গপুর ডি আর এমের কাছে ডেপুটেশন দেয় নাগরিক প্রতিরোধ মঞ্চ। এরপরেই  ডি  আর এমের তরফে লোকাল ট্রেন চালানোর আশ্বাস দেওয়া হয়। জলেশ্বর হাওড়া লোকাল ট্রেন চলাচল বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির দীর্ঘ আন্দোলনের আংশিক জয় বলে দাবী করেন বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দাস। অবিলম্বে বেলদা থেকে বেলদা হাওড়া লোকাল ট্রেন চালু, দক্ষিণ ভারতগামী এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, পুরী নিউদিল্লী গামী এক্সপ্রেসের স্টপেজ, উত্তর ও দক্ষিণ ভারতগামী দুটি ট্রেনের স্টপেজ দেওয়ার দাবী জানান তিনি। বেলদা সহ পার্শবর্তী এলাকার প্রায় ৬- ৭ টি ব্লকের মানুষজন বেলদা স্টেশনের ওপর নির্ভর করেন। দীর্ঘ আন্দোলনের ফলে এই লোকাল ট্রেন চালু হল বলে জানান সমিতির সভাপতি প্রদীপ দাস। অবিলম্বে বেলদা হাওড়া চালু না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।  শনিবার বিভিন্ন গণমাধ্যম ও রেল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তির পর সকাল থেকেই ট্রেনে যাতায়াত করার জন্য দেখা যায় যাত্রীদের। ট্রেন চালু হতে অনেকটাই সুবিধা হল বলে দাবী যাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *