জেলাপটাশপুরপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মিলল বাংলা আবাস যোজনার বাড়ি

পটাশপুর , বৃষ্টি হলেই বাড়িতে পড়তো জল । কাঁচা মাটির বাড়িতে কোন রকম ভাবে জীবনযাপন করতেন গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষগুলো। তাদের সেই কষ্টের কথা জানিয়েছিলেন সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ কে। এবার সেই দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কষ্টে দিন ফুরোলো। মিলল বাংলা আবাস যোজনার বাড়ি।

সোমবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতর কালসি গ্রামের এরকমই কয়েকটি বাংলা আবাস যোজনার নবনির্মিত বাড়ির শুভ সূচনা করলেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। এদিন কালসি গ্রামের বেশ কয়েকটি বাড়ি শুভ সূচনা করে বাড়ির সদস্যদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর ২ নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী,
সাউন্ডখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ প্রমুখ। সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ জানান, “সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতে সারা সপ্তাহ ধরে প্রায় ৮৫০টি বাড়ির বাংলা আবাস যোজনার নবনির্মিত বাড়ির শুভ সূচনা করা হবে”।
বাড়ি পেয়ে খুশি কালসি গ্রামের আবাস যোজনা নতুন বাড়ি প্রাপকরা। কেউ কেউ জানান “আগে বৃষ্টি হলে আমার বাড়ির ছাদ বেয়ে জল পড়তো। ছোটো ছোটো ছেলেমেয়ে খুব কষ্টে দিন কাটাতাম । এখন বাংলা আবাস যোজনার বাড়ি পেয়ে খুব খুশি । এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই”।বৃষ্টি হলেই বাড়িতে পড়তো জল । কাঁচা মাটির বাড়িতে কোন রকম ভাবে জীবনযাপন করতেন গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষগুলো। তাদের সেই কষ্টের কথা জানিয়েছিলেন সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ কে। এবার সেই দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কষ্টে দিন ফুরোলো। মিলল বাংলা আবাস যোজনার বাড়ি। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতর কালসি গ্রামের এরকমই কয়েকটি বাংলা আবাস যোজনার নবনির্মিত বাড়ির শুভ সূচনা করলেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। এদিন কালসি গ্রামের বেশ কয়েকটি বাড়ি শুভ সূচনা করে বাড়ির সদস্যদের হাতে মিষ্টি তুলে দেওয়া হয়। ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর ২ নম্বর ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস, পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী, সাউন্ডখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ প্রমুখ। সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ জানান, “সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতে সারা সপ্তাহ ধরে প্রায় ৮৫০টি বাড়ির বাংলা আবাস যোজনার নবনির্মিত বাড়ির শুভ সূচনা করা হবে”। বাড়ি পেয়ে খুশি কালসি গ্রামের আবাস যোজনা নতুন বাড়ি প্রাপকরা। কেউ কেউ জানান “আগে বৃষ্টি হলে আমার বাড়ির ছাদ বেয়ে জল পড়তো। ছোটো ছোটো ছেলেমেয়ে খুব কষ্টে দিন কাটাতাম । এখন বাংলা আবাস যোজনার বাড়ি পেয়ে খুব খুশি । এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *