ব্রেকিং নিউজহাওড়া

দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং হাওড়া জেলা বিজেপি প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা এখন তৃণমূল কংগ্রেসের যোগদান

নিজস্ব প্রতিনিধি , আগে তৃণমূলের সাথে যোগাযোগের অভিযোগ ওঠে। এমনটি অভিযোগ করেন শুভেন্দু অধিকারী ‌। এরপরে বিস্ফোরক মন্তব্য করেন হাওড়া জেলা সদরে প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা, এরপরে বিজেপি তাকে দল থেকে বহিষ্কৃত করেন। এরপর দীর্ঘ অপেক্ষার পর তৃণমূল জয়েন নিয়ে অবশেষে আজ হাওড়া শরৎ সদনে সমবায় মন্ত্রী অরূপ রায় এর হাত ধরে তৃণমূলে যোগদান করলেই তাদের কর্মীদের নিয়ে। পুরভোটের আগে বিজেপি শিবিরে একটা বড়সড় ধাক্কা বলে মনে করা যাচ্ছে রাজনৈতিক মহলে ।

কিছুদিন আগে এই একই জায়গায় সমবায় মন্ত্রীর হাত ধরে সিপিএমের বলিষ্ঠ নেতা তথা হাওড়া পুরসভা প্রাক্তন মেযর মমতা জসোয়াল তৃণমূলে যোগদান। এক্ষেত্রে বলা যেতেই পারে হাওড়া পৌরসভা ভোটের আগে বিরোধী শূন্য, তৃণমূলের শক্ত ঘাঁটি প্রমাণ হতে চলেছে। পাশাপাশি এদিন এ যোগদান অনুষ্ঠানে সুরজিৎ সাহা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তিনি বলেন,প্রমান দিতে পারলে প্রকাশ্যে পা ধরে ক্ষমা চাইবেন, না দিতে পারলে হাওড়ার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে অভিযোগকারী বিজেপি নেতাকে। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন বহিষ্কৃত বিজেপির হাওড়া জেলা সদর সভাপতি সুরজিত সাহা। এদিন তাঁর সাথে তৃণমূলে যোগদান করলেন সহস্রাধিক বিজেপি কর্মী। এরফলে আগামীদিনে তৃণমূল আরো শক্তিশালী হবে বলে মন্তব্য করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়।

হাওড়া থেকে চন্দন পোল্লে এর রিপোর্ট নিউজ বাংলা টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *