দীঘাপূর্ব মেদিনীপুর

দীঘা বিজ্ঞান কেন্দ্রে উদ্বোধন হল ইনোভেশন ফেস্টিভ্যাল।

পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দীঘায় বিজ্ঞান কেন্দ্রে ২ দিনের ইনভেশন ফেস্টিভ্যাল শুরু হল। এই মেলা পর্যটকদের কাছে যে বাড়তি আকর্ষণ তা বলাই বাহুল্য।এই প্রথমবার পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে দীঘা সায়েন্স সেন্টারে আয়োজিত হয় দুদিনের ইনোভেশন ফেস্টিভ্যাল। বিভিন্ন জেলার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে ও তাদের বিজ্ঞানমনস্ক ভাবনার বিভিন্ন প্রতিভা বিকশিত করেছে এই ফেস্টিভ্যালে। একদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সহ উড়িষ্যা রাজ্যের অনেক ছাত্র-ছাত্রী এই ফেস্টিভ্যালে অংশ নিয়েছে।

ইনোভেশন ফেস্টিভ্যাল এর তরফে জানানো হয়েছে, দুদিনের এই ফেস্টিভেলে যেমন প্রদর্শনী রয়েছে অন্যদিকে সাহিত্যের আসর রয়েছে। ছাত্র-ছাত্রীরা পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক ভাবনায় তাদের সৃজনশীল ভাবনাগুলোকে যাতে উপস্থাপন ও বিকশিত করতে পারে তার জন্য এই মঞ্চ।এ প্রসঙ্গে দীঘা বিজ্ঞান কেন্দ্রের প্রজেক্ট কো অর্ডিনেটর নিরঞ্জন গুপ্তা বলেন, “দুদিন ধরে ছাত্র-ছাত্রীদের আমরা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত করবো ও তারা তাদের প্রতিভা প্রদর্শন করবে ইনোভেশন ক্যাম্পে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *