দীঘাপূর্ব মেদিনীপুর

দীঘা উপকূলে প্রাক বর্ষার আনন্দে মেতেছে পর্যটকরা। গাড়োয়াল টপকে ঢেউ আছড়ে পড়ছে রাস্তায়।

পূর্ব মেদিনীপুর: দীঘা উপকূলে প্রাগ বর্ষা শুরু! গাড়োয়াল টপকে রাস্তায় আসছে ঢেউ। আনন্দে মেতেছে দীঘায় আগত পর্যটকরা। একদিকে আজ যোগ দিবস অন্যদিকে প্রাগ বর্ষার শুরুতে দীঘায় প্রচুর পরিমাণে পর্যটকের ভিড়। দীর্ঘ দহন জ্বালা মিটিয়ে অবশেষে শান্তির বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে।

উপকূলবর্তী সমুদ্র সৈকত দীঘা, মান্দারমনি ,তাজপুর শংকরপুরে গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে প্রাক বর্ষা। শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি উত্তাল রয়েছে সমুদ্র। দীঘায় আগত পর্যটকরা একদিকে গরম থেকে যেমন স্বস্তি পেয়েছেন সেইভাবে উত্তাল সমুদ্র কে দেখে তারাও খুশি।

সমুদ্রের এমন রূপ দেখে খুশি পর্যটকরা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন সারাদিন চলবে বৃষ্টি। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গ দীর্ঘদিন ধরেই গরমে দহন জ্বালা চলছিল। অবশেষে সেই গরম থেকে স্বস্তি মিলেছে। সমুদ্র উত্তল থাকার দরুন সমুদ্র স্নানে সকালে বাধা থাকলেও পরবর্তী সময়ে আবহাওয়া উন্নতি হলে সমুদ্রস্নানে মেতে উঠবেন পর্যটকরা। দীঘা পুলিশ প্রশাসন ও ললিয়াদের তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *