দীঘাব্রেকিং নিউজ

দীঘায় বেড়াতে এসে কাঁকড়া খেয়ে মৃত্যু পর্যটকের

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর :ফের বেড়াতে এসে মৃত্যু হল পর্যটকের। একমাস কাটতে না কাটতেই ফের খাবারের কারণে মৃত্যু পর্যটকের।

কাঁকড়া খেয়ে মৃত্যু হল আরও এক পর্যটকের। গত ২০শে নভেম্বর মাসে দীঘার কাঁকড়ার তরকারি খেয়ে মৃত্যু হয়েছিল কলকাতার যুবক বেহালার বাসিন্দা সৌমদীপ সিকদার এরপর আজ ফের একই ভাবে কাঁকড়ার তরকারি খেয়ে মৃত্যু হলো এক নাবালিকা পর্যটকের। মৃত নাবালিকার নাম ঋত্বিকা ভগৎ (১৮) সে বীরভূম জেলার রামপুরহাটের বাসিন্দা। কাঁকড়া খাওয়ার পর থেকে তার শরীরে হওয়া এলার্জির উপসর্গ দেখতে পেয়ে তাকে দীঘা হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা।

এরপর সেখানে চিকিৎসকরা তাকে বাঁচানোর জন্য দীর্ঘক্ষন প্রচেষ্টা চালিয়েও ব্যার্থ হয় এবং হাসপাতালে মৃত্যু হয় তার।

স্থানীয় সূত্রের খবর, বীরভূম জেলার রামপুরহাটের বাসিন্দা ঋত্বিকা ভগৎ তার পরিবারের লোকেদের সঙ্গে দীঘা সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করতে যায়। সেই সময় অন্য পর্যটকদের মত সেও সামুদ্রিক কাঁকড়া স্বাদ নিতে চায় তাই সে দীঘার একটি হোটেল থেকে কাঁকড়া তরকারি খেয়ে ফেলে এরপর থেকে তার সারা শরীরে এলার্জি শুরু হয়।

তাই তার পরিবারের সদস্যরা তাকে সত্বর দীঘা হাসপাতালে ভর্তি করে কিন্তু সেখানেও তাকে দীর্ঘ কোন চেষ্টা করার পর বাঁচাতে পারেন না চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *