আবহাওয়াদার্জিলিংশীর্ষ খবর

দার্জিলিং শহরে শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: দার্জিলিং পাহাড়ে বিশেষ করে দার্জিলিং শহরে দুপুর বারোটা থেকে বৃষ্টি পড়তে শুরু করে গতকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছিল মেঘলা আকাশ ছিল। আজ সকালে রৌদ্রেও ছিল কিন্তু দুপুর দুটোর পর থেকে প্রথমে অল্প বৃষ্টি পরে বিকেল পাঁচটা সময় প্রবল বৃষ্টিপাত হয় সেই সঙ্গে শিল্পপরে শিলও পড়ে রাস্তাঘাট অনেকটা সাদা হয়ে যায়। কিছুক্ষণের জন্য যানবাহন ও চলা বন্ধ থাকে।এদিকে দার্জিলিংয়ের স্টেশনের ডাইরেক্ট চড়তে যাওয়া পর্যটকরা শিলপড়া দেখতে রেল লাইনে চলে আসে।

অন্যদিকে এই বৃষ্টি ২০ মিনিট চললেও মুষলধারে অনেকটা সময় নিয়ে বৃষ্টিপাত হলো। গত অক্টোবর মাসের শেষের দিকে বৃষ্টি হলেও তা ছিল যৎসামান্য। আজকের বৃষ্টি চা বাগান গুলো অনেকটা সতেজ করে তুলবে, বলে চাবাগানের মালিকদের সংস্থা দার্জিলিং টি অ্যাসোসিয়েশন এবং চা নিয়ে কাজ করা টি আর এ সংস্থার পক্ষ থেকে এই বৃষ্টিকে স্বাগত জানানো হয়েছে। যদিও ইতিমধ্যে দার্জিলিংয়ের ফার্স্ট ফ্ল্যাশ চা তৈরি হয়ে গেছে তাহলেও সেকেন্ড ফ্ল্যাশ চা আশা করা যাচ্ছে ভালোই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *