দার্জিলিংশীর্ষ খবর

দার্জিলিং পরিদর্শনে ক্রেতা সুরক্ষা দপ্তর, অভিযান চললো প্রতিটি দোকানে

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং:স্বপন পাল দার্জিলিংয়ের ক্রেতা সুরক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার ও আরো কয়েকটি রাজ্য সরকার দপ্তর মিলে এক যৌথ অভিযান চালালো দার্জিলিং শহরের বিভিন্ন দোকানগুলোতে। দার্জিলিং জেলাশাসকের দপ্তরের সহ- জেলাশাসকের নির্দেশে এই যৌথ অভিযান চলে দুপুর বারোটায় দার্জিলিং থানার পরিসরে সমস্ত আধিকারিকরা জমায়েত হন এরপরে বিভিন্ন দোকানগুলিতে সম্মিলিত ভাবে অভিযান চালানো হয়। বেশ কয়টি জামা কাপড়ের দোকান, ওষুধের দোকান খাবার দোকান বেকারির দোকান ইত্যাদিতে অভিযান চালানো হয় প্রচুর অসঙ্গতি ধরা পড়ে এই অভিযান চলাকালীন। কোথাও বা ক্রেতাদের জিনিসপত্র কেনার পর ও ক্যাশমেনো দেওয়া হয় না। কোথাও বা খাবারের প্যাকেটে এক্সপায়ারি ডেট লেখা নেই এমনও বেশ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। বিশেষ করে বেকারির দোকানগুলিতে ১৯৮৬ সালের কনজ্যুমার অ্যাক্টের আওতায় প্যাকেজিং অ্যাক্ট উলংঘন করা হয়েছে। উৎপাদিত বস্তুতে কোথাও বেস্ট বিফোর লেখা নেই। দার্জিলিংয়ের স্থানীয় ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে । আজকের এই অভিযানে বেশ কয়েকটি সরকারি দপ্তর অংশ নেয় যার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ সরকারের জি এস টি দপ্তর, লিগাল মেট্রলজি বিভাগ, এছাড়া চেম্বার অব কমার্সের সদস্যরা এই অভিযানে সামিল হয়েছিল। দিনভর চলে অভিযান । অভিযানের নেতৃত্ব দেন শ্রী নিলয় সরকার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কনজুমার অ্যাফেয়ার্স ফেয়ার বিজনেস প্রাক্টিসেস রিজনাল অফিস দার্জিলিং এর পক্ষ থেকে। এছাড়া এই অভিযানকে সফল করতে ক্রেতা সুরক্ষার দপ্তরের ক্রেতা কল্যাণ অধিকারীক সুমন লিম্বু, নিমা শেরপা সহ উপ অধিকর্তা সামদেন লেপচা উপস্থিত ছিল। পুলিশি ঘেরাটোপ এর মাধ্য এই অভিযান চালানো হয় । আজ সমস্ত দোকানদারদের ক্যাশ মেমো, ইত্যাদি ক্রেতাদের দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি জানানো হয় এরপর এই ধরনের অনিয়ম ধরা পড়লে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *