দার্জিলিংব্রেকিং নিউজ

দার্জিলিং জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে 12 দিনব্যাপী শুরু হলো হস্তশিল্প মেলা।

নিজস্ব প্রতিনিধি ,দার্জিলিং: দার্জিলিং জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে 12 দিনব্যাপী শুরু হলো হস্তশিল্প মেলা। ভানু ভবন বলে পরিচিত গোর্খা রঙ্গমঞ্চে এই মেলার আয়োজন করা হয়েছে জেলা শিল্প কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন মহিলা co-operative সেল্ফ হেল্প গ্রুপ এই মেলায় অংশ নিয়েছেন পসরা সাজিয়ে বসেছেন।
বেশ কয়েকটি স্টল মেলায় আসা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। রাবানচল মাশরুম ফ্রুট এবং ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি তাদের স্টলে বেশ ভিড় লক্ষ্য করা গেল।

আমরা জানি দক্ষিনে ব্যাপক পরিমাণ কফি চাষ হয় কিন্তু দার্জিলিংয়ের মাটিতে পরীক্ষামূলক ভাবে কপি চাষ শুরু হয়েছিল এক দশক আগে। তবে আবহাওয়া পরিচর্যার অভাবে তেমনভাবে কফি চাষ করা যায়নি। মাটি পরীক্ষা করে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে দার্জিলিংয়ের বালাসং ও রাঙ-ভাঙ্গ এলাকায় কফি চাষ করে সাফল্য মিলেছে।
অন্যদিকে দার্জিলিংয়ের ডেফ এন্ড ডাম সংস্থার বধির
কর্মীরা বিভিন্ন হস্তশিল্প পসরা সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে সব মিলিয়ে প্রায় 12 টি স্টল রয়েছে এই হস্তশিল্প মেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *