এগরাকাঁথিজেলাতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজহলদিয়া

দারুন সুখবর রাজ্যের মহিলাদের, মাধ্যমিক পাশেই চাকরী৷ পূর্ব মেদিনীপুর জেলার একাধিক ব্লকে চলছে আশা কর্মী নিয়োগ৷

আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

এই জেলায় কোন কোন ব্লকে নিয়োগ :: তমলুক, হলদিয়া, এগরা এবং কাঁথিতে রয়েছে একাধিক শূন্যপদ।

আবেদনের শেষ তারিখ কত ?
এই সকল শূন্যপদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের আবেদন করতে হবে ২৪ ডিসেম্বরের মধ্যে।

আবেদন করার শর্ত :

1.আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে।

২.সেই সকল মহিলারা আবেদন করতে পারবেন যারা বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবা।

3.আবেদনকারী যে ব্লকের জন্য আবেদন করতে চাইছেন, তাকে সেই ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনকারীর বয়স ::

২০২১ সালের ১ জানুয়ারি অনুসারে ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছর। তবে যে সকল মহিলারা তপশিলি জাতি ও উপজাতির তারা আবেদন করতে পারবেন ন্যূনতম ২২ বছর বয়স থেকেই।

আবেদনের ফর্ম কোথায় পাবেন ::
আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন https://purbamedinipur.gov.in ওয়েবসাইট থেকে।

শেষ তারিখ:
সেই ফর্ম পূরণ করে ২৪ ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে ব্লক ডেভেলপমেন্ট অফিসে স্পিড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে কি কি দিতে হবে ::
আবেদনপত্রের সঙ্গে দিতে হবে
স্থায়ী বাসিন্দা,
বয়স,
শিক্ষাগত যোগ্যতা, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন অথবা বিধবার প্রমাণপত্র, তপশিলি জাতি অথবা উপজাতির অন্তর্ভুক্ত হলে শংসাপত্র
দুটি পাসপোর্ট মাপের ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *