পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজনীতিরাজ্যশীর্ষ খবরহলদিয়া

তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, গ্রেফতার তৃণমূলের দুই নেতা।

নিউজ বাংলা টুডে ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রশাসনিক বৈঠকে নির্দেশ ছিল, মানুষের স্বার্থে কাজ করতে হবে৷ কোনও রকম দুর্নীতি-তোলাবাজি চলবে না৷ প্রশাসনকে সেভাবেই কাজ করে যেতে হবে৷ দলীয় নেতাকর্মীদেরও সেভাবে পরামর্শ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এক শ্রেণির নেতাকর্মীরা নিয়মিত তোলাবাজি-অবৈধ কাজে জড়িত রয়েছেন৷ সেই সব নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে৷ ।
সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থায় কর্মী নিয়োগ থেকে নানা অভিযোগ উঠে আসছিল এই দুই তৃণমূল আইএনটিটিইউসি নেতার বিরুদ্ধে। তাপস মাইতি, তমলুক তৃণমূল কংগ্রেস সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি এবং তমলুক তৃণমূল কংগ্রেস এর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি পর্যবেক্ষক সঞ্জয় ব্যানার্জি র নামে দুর্গাচক থানায় অভিযোগ করে একটি শিল্প সংস্থা। সেই অভিযোগের ভিত্তিতে দুর্গাচক থানার পুলিশ দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে এমনটাই জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে। দুই নেতাকে দুর্গাচক থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল এই দুই নেতাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।
তবে, শাসকদলের দুই প্রভাবশালীর নেতার গ্রেফতারের ঘটনায় জেলা রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *