কোলাঘাটপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোলাঘাটে ছাই খাদান বন্ধ।

নিজস্ব প্রতিনিধি,কোলাঘাট:-তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোলাঘাটে ছাই খাদান বন্ধ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের চার নাম্বার ছাইখাদান বন্ধ। শ্রমিক দের কাজে বাধা দেওয়ার অভিযোগে। কোলাঘাট থানায় বিক্ষোক শ্রমিকদের। মূলত গত দুদিন আগে আগে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের INTTUC পরিচালিত শ্রমিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি তে কার্যকরী সভাপতির হন টুটুল মল্লিক। আগের যে কমিটি ছিলো সেই কমিটির বিরুদ্ধে জোর করে শ্রমিক ও কন্ট্রাকটর দের কাছ থেকে জোর করে টাকা তোলার আভিযোগ ওঠে আগের কমিটি পূর্ব পাঁশকুড়ার বিধায়ক বিপ্লব রায় চৌধুরী নেতৃত্বে তার ঘনিষ্ঠরা চালাতো। ছাই খাদান থেকে তোলা বাজী রুখতে এক সময় ছাইখাদানে পুলিশ মোতায়েন করতে হয় ও পুলিশ এর তরফে কাউকে তোলাবাজি না দেওয়ার জন্য পুলিশের তরফে মাইকিং ও করতে হয়। বেশীর ভাগ শ্রমিক দের আভিযোগ যে আজ সকালে ছাই খাদানে কাজে যোগ দিতে গেলে তাদের কাজে যোগ দিতে বাধা দেওয়া হয়। তায় তারা বাধ্য হয়ে কোলাঘাট থানায় আভিযোগ জানাতে থানার সামনে বিক্ষোভ দেখাযায়। কাজে বাধা প্রাপ্ত শ্রমিক দের আভিযোগ তাদের কাজে বাধা দেওয়া হয়েছে ও তাদের প্রাপ্য মজুরি তারা বিধায়ক বিপ্লব রায় চৌধুরী নির্ধারিত করে দেওয়া নিয়ম অনুযায়ী চলবে ও নির্ধারিত অফিস থেকে টাকা নেবে। অন্য দিকে টুটুল মল্লিক বলেন আগের কমিটি দুর্নীতিতে ভর্তি শ্রমিক দের নাঝ্যদাবি তারা সরাসরি নিজেরা হাতে পাক। শ্রমিক রা কেনো কারু অফিস থেকে কম টাকা নেবে। মাঝখান থেকে কেউ কেনো শ্রমিক দের খাটনির টাকা থেকে কমিশন খাবে। তবে টুটুল মল্লিক বলেন ছাই খাদান চালু আছে তবে কিছু ডালা গাড়ী বন্ধ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *