জেলামালদাশীর্ষ খবর

তৃণমূল সম্পাদকের উদারতা, রাস্তার জখম মানুষদের ভর্তি করলেন হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, মালদা:পথ দুর্ঘটনায় জখম হয়ে রাস্তায় পড়ে থাকা গুরুতর আহতদের নিজের গাড়িতে তুলে নিয়ে মালদা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সৌমিত্র সরকার। জানা যায়, গাজোল থানার গোলঘর এলাকা থেকে বাইকে করে একই পরিবারের তিনজন সদস্য মধু মন্ডল তার স্ত্রী পুষ্পলতা মন্ডল এবং ১২ বছর বয়সী পুত্র ছোটু মন্ডলকে সঙ্গে নিয়ে বাইকে করে নিজের বাড়ি গাজল থানার এক লাখি চিৎপুর যাওয়ার পথে গোলঘর স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কের কাছে গাজোল থেকে আসা ছোট চার চাকার গাড়ি এসে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটলে তিনজনেই মাটিতে লুটিয়ে পড়ে। দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও তাদের কেউ হাসপাতালে নিয়ে যাওয়ার সাহস করতে পারেননি । অবশেষে গাজোল থেকে মালদা শহরে বাড়ি ফেরার সময় তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিত্র সরকারের নজরে পড়ে, এবং তৎক্ষণাৎ তার সহকর্মীকে সঙ্গে নিয়ে আহতদের তিনজনকে নিজের গাড়িতে তুলে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমানে মধু মন্ডল এবং তার ছেলে ছোটু মন্ডল এর অবস্থা গুরুতর। অন্যদিকে ঘটনার খবর পুলিশের কাছে পৌঁছলে ঘটনাস্থলে ছুটে আছেন পুলিশ। কি ভাবে দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *