এগরাপূর্ব মেদিনীপুর

তৃণমূল করেও জোটেনি রাস্তা,বিজেপিকে ভোট দিয়ে রাস্তাঘাট-সহ সার্বিক উন্নয়ন পেয়ে আপ্লুত এলাকাবাসীরা।

পূর্ব মেদিনীপুর :দীর্ঘ প্রায় কুড়ি বছর তৃণমূল করেও জোটেনি রাস্তা। ভোটের সময় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। আবার ভোট পেরিয়ে গেলে দুর্ভোগ আর কমেই না। তাই বিগত তেইশের পঞ্চায়েত নির্বাচনে গ্রামবাসীরা কার্যত বিজেপিকে ভোট দিয়ে জেতায় গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। তাই বিজেপি পরিচালিত জুমকি গ্রাম পঞ্চায়েতের মারাইপুরে ঢালাই রাস্তা হতেই খুশি স্থানীয় এলাকার বাসিন্দারা। জুমকি গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনে বরাদ্দ প্রায় দু লক্ষ দশ হাজার টাকা ব্যয়ে মারাইপুর গ্রামে পঞ্চাত্তর মিটার ঢালাই রাস্তার কাজ হতেই খুশি স্থানীয় গ্রামবাসীরা।

স্থানীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন তৃণমূল করেও উন্নয়ন থেকে বঞ্চিত। তাই এবার বিজেপিকে ভোট দিয়ে রাস্তাঘাট-সহ সার্বিক উন্নয়ন পেয়ে আপ্লুত এলাকাবাসী। গ্রামবাসীরা জুমকি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপ-প্রধানকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *