জেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজনীতিহাওড়া

তৃণমূল কংগ্রেসের খুঁত ধরেই বিরোধী দলগুলোর অস্তিত্ব টিঁকে আছে, কটাক্ষ সায়ন্তিকা। পাল্টা কটাক্ষ বিজেপির।

চন্দন পোল্লে , হাওড়া :: হাওড়ার জগাছা প্রেস কোয়ার্টার মাঠে ‘এগিয়ে বাংলা’ অনুষ্ঠানে এসে রাজ্যের সব বিরোধী দলকে এভাবেই কটাক্ষ করলেন অভিনেত্রী ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা ঘোষ। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের কাজ চলছে তার বিরোধিতা করেই নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রেখেছে। নাহলে এই উন্নয়ন যজ্ঞের সামনে কোনো রাজনৈতিক দল টিঁকতে পারতো না। তিনি দাবি করেন রাজনীতির কিছু না জেনেই তিনি রাজনীতির ময়দানে নেমেছেন, মানুষের অনেক আদর ও সম্মান পেয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য ২০২১ এর নির্বাচনে বহু প্রচেষ্টা করেছে বিরোধীরা কিন্তু ব্যর্থ হয়েছে। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তার নেতৃত্বে চলা উন্নয়নকে সমর্থন জানিয়েছেন।
সায়ন্তিকা বক্তব্যের বিরোধিতা করে হাওড়া সদর যুব মোর্চার সভাপতি ও আইনজীবী ওমপ্রকাশ সিং কটাক্ষ করে বলেন এই ধরণের কথা অহংকারী।এমনই উন্নয়ন করেছে শাসক দল যে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে যেতেন না। নির্বাচনের পরে এত হিংসা কেন হয়েছে। পৌরসভার নির্বাচনে বিরোধীদের মনোনয়ন কেন জমা দিতে দিচ্ছেন না। পাশাপাশি তিনি দাবি করেন উত্তর প্রদেশেও নির্বাচন হচ্ছে। সেখানে তো নির্বাচনের দিন এত হিংসা, সন্ত্রাসের খবর আসছে না। তাই এই ধরণের বক্তব্য শাসকদলের নেতা নেত্রীরা কতটা অহংকারী হয়েছেন এটা তার উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *