কলকাতা

তিলোত্তমায় মেট্রোর ইতিহাসে সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী।

কলকাতা: গোটা দেশের মধ্যে প্রথমবার গঙ্গা নদীর তলা দিয়ে ছুটবে মেট্রো আর সেটা সম্ভব হয়েছে কেবলমাত্র কলকাতায়। উপরে থাকবে পবিত্র নদী গঙ্গা নিচ দিয়ে ছুটবে মেট্রো।মেট্রো ইতিহাসের পাতায় শ্রেষ্ঠ স্থানে তিলোত্তমা! সেই শুভক্ষণের সাক্ষী থাকলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন তিনি নিজের হাতে ফিতে কেটে এই মেট্রোর উদ্বোধন করলেন।গতকাল সন্ধ্যাবেলায় শহরে চলে এসেছিলেন মোদি। আজ উদ্বোধনের পর মেট্রোয় চড়েন মোদী।এদিন তাঁর সফর সঙ্গী হিসেবে ছিলেন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা।এদিন ছোট ছোট শিশুদের সাথে খুনসুটিও করতে দেখা যায় তাঁকে।এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী।

এদিন এই বিশেষ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , সাংসদ সুকান্ত মজুমদার, রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ রেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। ভারতের ইতিহাসে কলকাতা মেট্রো সবচেয়ে প্রাচীন।এদিন তার এই কার্যাবলী নিয়ে বিস্তৃত বক্তব্য পেশ করেন ভারতের প্রধানমন্ত্রী।স্বাভাবিকভাবেই গোটা ভারতবর্ষের মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে নয়া ইতিহাস গড়লো বাংলা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *