Breakingব্রেকিং নিউজশীর্ষ খবর

তাম্রলিপ্ত সেবক সংঘের খুঁটি পূজা অনুষ্ঠিত হলো সাড়ম্বরে

নিউজ বাংলা লাইভ : আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! আর তারপরেই ঢাকে পড়বে কাঠি। বাঙালির সবচেয়ে বড়ো দুর্গা উৎসবে সেজে উঠবে চারিপাশ। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় চলছে তারই প্রস্তুতি। শুরু হয়েছে দুর্গাপুজোর খুঁটি পুজো। আর সেই মর্মেই তাম্রলিপ্ত সেবক সংঘের শুরু খুটি পুজো। খুটি পুজোর মধ্য দিয়ে শুরু দেবী দুর্গার আওহান। তমলুক তথা গোটা পূর্ব মেদিনীপুরের তমলুকের মধ্যে অন্যতম দুর্গা উৎসব কমিটি তাম্রলিপ্ত সেবক সংঘ। তাদের এই পুজা অষ্টম বর্ষে পদার্পন করছে এই বৎসর। এই বছরের থিম “অষ্টম বর্ষে অষ্টপ্রহর সকলের থাকুক সুরক্ষা কবচ”।

অর্থাৎ মা দুর্গা যেন আমাদের সকলে রক্ষা করবেন কবচ রূপে। কবচের ন্যায় ঢাল হয়ে রুখে দাঁড়াবেন সমস্ত বিপদের সামনে। রবিবার বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পূর্ণ হলো। পূজা কমিটির সম্পাদক ডাক্তার অভিষেক গুছাইত জানান, প্রতিবছরের মতো এবছরও আমাদের থিম ভাবনায় তুলে ধরা হয়েছে। আমাদের এ বছরের থিম কবচ। অষ্টম বর্ষে অষ্টপ্রহর সকলের থাকুক সুরক্ষা কবচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *