পূর্ব মেদিনীপুরভগবানপুর

“তাপস রায় বিজেপিতে যোগদান অনভিপ্রেত ও বেদনাদায়ক” মন্তব্য চন্ডিপুরের বিধায়ক সোহম এর

পূর্ব মেদিনীপুর: বিধায়ক তাপস রায় বিজেপি তে যোগদান অনভিপ্রেত ও বেদনাদায়ক এমনই মন্তব্য করলেন চন্ডিপুরের বিধায়ক সোহম চক্রবর্তীর। বিধায়ক তাপস রায় বিজেপি তে যোগদান করা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার ভেড়ির বাজার শিবশক্তি ক্লাবের শিবরাত্রি মেলা অনুষ্ঠানে হাজির হন চন্ডিপুর বিধান সভার বিধায়ক সোহম চক্রবর্তী।

এদিন উদ্বোধনে এসে বিধায়ক সোহম চক্রবর্তী জানালেন, “তাপস রায়ের যতই মান অভিমান থাকুক আমাদের নেত্রীর সঙ্গে বা উর্ধ্বতন নেতৃত্বর সাথে বসে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যেতো,কারন তাপস রায় দলের একজন সৈনিক ছিলেন।”সোহম আরও বলেন, “তিনি প্রায় ২৩ বছর তিনি তৃণমূল এর সাথে যুক্ত ছিলেন, শুধুমাত্র ইডির হানা বা তার কাছে কেন ফোন যায়নি এই বলে বিজেপিতে যোগদান করলেন, একটা অবিশ্বাস যোগ্য হয়ে পড়ছে। আমার মনে হয় এই ধরনের দ্বিচারিতা না করলেই পারতেন কারণ আমি ব্যাক্তিগত ভাবে ওনাকে চিনি।শ্রদ্ধা করি,ভালোবাসি,সেই মানুষ টাই যখন অপজিশানে যোগদান করলেন সেটা কোথাও অনভিপ্রেত ও বেদনা দায়ক।” বলে এদিন তিনি ক্যামেরার সামনে মন্তব্য করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *