জেলাব্রেকিং নিউজ

তাদের কথা কেউ ভাবে নি, অভিমানী জলবন্দি পাঁশকুড়ার ডোমপাড়ার বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা ::বারে বারেই কংসাবতীর জল গ্রাস করে তাঁদের বসতবাড়ি। ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ডোমপাড়ার অসহায় বানভাসী মানুষজন।
কংসাবতী পাড়েই তাঁদের বসবাস, দীর্ঘ কয়েক বছর ধরে সেখানেই জীবনযাপন করছেন তাঁরা। অনত্র সরে যাওয়ার পরিকল্পনা কখনই ভাবেনি তাঁরা, কারণ তাঁরা বাঁশের তৈরি নানান কাজ করেই জীবিকা নির্বাহ করেন। যেকারনে ওই স্থান ছেড়ে কেউই যেতে চায় না তাঁরা। পাঁশকুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ওরা। ওই ওয়ার্ডের কাউন্সিলর সেক সমিরুদ্দিন এর আগে ডোমপাড়ার জলবন্দী মানুষদের স্থায়ী ভাবে অনত্র্য সরিয়ে নিয়ে যাওয়ার কথা বললে তা নস্যাত করেন জলবন্দী ডোমপাড়ার বাসিন্দারা। কংসাবতী পাড়ে তাঁদের বসতি থাকার কারনে বারে বারেই তাঁদের ঘরবাড়ি জলের তলায় ডুবে যায়, যে কারনে শিশু সহ মহিলাদের নিয়ে তাঁরা রাস্তা ওপর পৌরসভার কাউন্সিলরের দেওয়া ত্রিপল খাঁটিয়েই দিন রাত বসবাস করতে বাধ্য হচ্ছেন ডোমপাড়ার বাসিন্দারা। তবে একরাশ অভিমান নিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা, বলেন তাঁদের জন্য কেউ একটা স্থায়ী পাকার ঘর করে দেয়নি, ভোট এলেই চাইতে আসে, দুর্যোগের সময় কেউ সহযোগীতার হাত বাড়ায়নি। তবে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর বারে বারে পর্যবেক্ষণ করেন, পাশাপাশি তাঁদের হাতে শুকনো খাওয়ার তুলে দেন।
বসতবাড়ি জলের তলায় যাওয়ার কারনে NH41 রাস্তার ওপর ত্রিপল খাঁটিয়েই শিশু বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে ডোমপাড়ার বহু পরিবার। গলা সমান জল বাড়ির মধ্যে, যে কারনে বাড়ির সমস্ত আসবাবপত্র কিছু বার করলেও সময়মতো বাকি জিনিসপত্র বের না করতে পারেনি তাঁরা, যাঁর ফলে জলের তলায় নষ্ট হচ্ছে ব্যবহারিক জিনিসপত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *