তমলুকপূর্ব মেদিনীপুররাজনীতি

তমলুক সভায় বিস্ফোরক মন্তব্য কুনাল ঘোষের

নিজস্ব প্রতিনিধি, তমলুক:মেঘালয়ে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে। বিরোধী দল আছে, সরকারি দল হবে। তৃণমূলের দুটো রাজ্য ভারতের মানচিত্রে থাকবে। তমলুকের সভায় এসে একথা বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ।গদ্দার ও বেইমান মুক্ত মেদিনীপুর গড়ার ডাক দিয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথির জনসভা থেকে। ডিসেম্বর মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলায় এই কর্মসূচি করার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইমতো তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে “গাদ্দার ও বেইমান মুক্ত” মেদিনীপুর গড়ার লক্ষ্যে তমলুক আবাসবাড়ি এলাকায় কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ। তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল কুমার খাঁড়া, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ তৃণমূলের কর্মী-সমর্থকরা। এদিনের সভায় কুনাল ঘোষ শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করতে ছাড়েননি। শুভেন্দু অধিকারীর তিনটা ডেট লাইন নিয়েও কটাক্ষ করেন কুনাল ঘোষ। ৯ ডিসেম্বর তমলুক সেন্ট্রাল কার্ড ব্যাংকের ডেপুটেশন দিতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একপ্রকার তার পাল্টা সবাই আজ অনুষ্ঠিত হয় তমলুকের বানপুকুরের ধারে আবাস বাড়ি মাঠে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *