তমলুকপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

তমলুক থানায় ডেপুটেশনে বাসিন্দারা! মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, তমলুক: তিন বছর আগে বন্ধ হওয়া মদ দোকান পুনরায় খোলার প্রতিবাদে তমলুক থানায় বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। তমলুক পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের রত্নালি এলাকায় চার বছর আগে দুটি মদের দোকান চালু হলে এলাকার বাসিন্দারা মদ বিরোধী নাগরিক কমিটি গড়ে তুলে প্রতিবাদের সামিল হন। পরে দুটি দোকানই বন্ধ হয়ে যায়। বর্তমানে আবার একটি মদ দোকান নভেম্বর মাসে চালু হলে এলাকার বাসিন্দারা বিক্ষোভ প্রতিবাদে সামিল হন।

প্রতিদিন বিক্ষোভ মিছিল পিকেটিং চলছে। ইতিমধ্যে মদ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে গণস্বাক্ষর সহ পূর্ব মেদিনীপুর জেলাশাসক, আবগারি দপ্তর , পুলিশ সুপার, পৌরসভায় প্রতিবাদ পত্র প্রদান করেছে। আজ বিকেলে এই কমিটির উদ্যোগে দাবি ব্যানারসহ শতাধিক বাসিন্দা রত্নালী থেকে মিছিল করে তমলুক থানায় উপস্থিত হন এবং ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করে।

এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় কর, আমিনুল ইসলাম, সূর্যকান্ত চক্রবর্তী, শম্ভু মান্না, সনজিৎ সাউ, নিতাই প্রামাণিক, নারায়ন সাউট্যা, গীতা কর প্রমূখ। প্রসঙ্গত উল্লেখ্য যে এই মদের দোকান বন্ধের দাবি জানিয়ে কয়েকদিন আগে এই ওয়ার্ডের শাসকদলের কাউন্সিলর তৃপ্তি ভট্টাচার্য প্রশাসনিক স্তরে চিঠি দিয়েছেন।

সঞ্জয় বাবু বলেন রত্নালীর শান্তিপ্রিয় এলাকায় ডাক্তার অধ্যাপক শিক্ষক সহ প্রতিষ্ঠিত মানুষজন শান্তিতে বসবাস করছি । কিন্তু এলাকায় মদ দোকান গড়ে উঠলে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হবে। মা বোন ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা থাকবে না। তাই প্রশাসনের কাছে দাবি আনাচ্ছি, অবিলম্বে এই মদ দোকান বন্ধ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *