তমলুকপূর্ব মেদিনীপুররাজনীতিশীর্ষ খবর

তমলুকে হিজলবেড়্যা চাতরাদাঁড়ি সমবায় নির্বাচনে রাম-বামের জয়জয়কার

নিজস্ব প্রতিনিধি, তমলুক:পূর্ব মেদিনীপুরের তমলুকে সমবায়ে নির্বাচনে হিজলবেড়্যা চাতরাদাঁড়ি সমবায়ে আবার রাম-বাম জোটের জয় জয় কার।কড়া নিরাপত্তার মাধ্যমে হল হিজলবেড়্যা চাতরাদাঁড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন শেষ হলো। হিজলবেড়্যা সমবায় সমিতির পরিচালক মন্ডলের নির্বাচনে সমবায়ে বারোটি আসনের লড়াই। সিপিএম ও বিজেপি যৌথভাবে ১২ টি আসনের লড়াই করে ও শাসক দল তৃণমূল একাই বারটি আসন লড়াই করছিল।ভোট দানের পর ফলাফল বেরোয় রাম বাম জোট এগারটি আসনে জয় লাভ করে।শাসক দল তৃণমূল মাত্র একটি আসল পায়।রাম বাম জোট প্রগতিশীল উন্নয়ন নামে বোর্ড গঠন করবে।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হিজলবেড়্যা অঞ্চলে এই সমবায় সমিতির যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমানত ও সিএসপি সুবিধা রয়েছে। এই সমবায় এতদিন বামেদের দখলে ছিল। এবারে বারটি আসনের লড়াইতে মূলত শাসক দল তৃণমূল, বিজেপি ও রাম বাম জোট বেঁধে নির্বাচনের প্রতিদ্বন্দিতা করছিল।

সকাল দশটা থেকে শুরু ভোটগ্রহণ। ইতিমধ্যেই কড়া নিরাপত্তার মধ্যেই ঘিরে ফেলা হয়েছে সমবায় সমিতি। সমবায় সমিতিতে রাম বাম জোট বোর্ড গঠন করতে চলেছে। রাম বাম জোট এর পক্ষ থেকে জয়ের পর উৎসাহে উল্লাসে ফেটে পড়ে বিজেপি ও বাম।

শাসক দল তৃণমূল একটি মাত্র আসন পেয়েছে। এ বিষয়ে শাসক দল তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চাইলে তারা কথা বলতে অস্বীকার করেন। ফলাফল বেরোলে সিপিআইএম ৬ বিজেপি ৫ ও তৃণমূল ১ টি আসনে জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *