Breakingব্রেকিং নিউজশীর্ষ খবরস্বাস্থ্য

ডেঙ্গি আক্রান্ত জয়নগরের এক যুবক।আতঙ্কিত এলাকার প্রতিবেশীরা

নিউজ বাংলা লাইভ : জয়নগর;বারুইপুর ক্যানিং পর এবার ডেঙ্গি আক্রান্ত জয়নগরের এক যুবক।আতঙ্কিত এলাকার প্রতিবেশীরা। জয়নগর ১ নম্বর ব্লকের অধীনে দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েতের যুবক চঞ্চল গোস্বামীর কয়েক দিন ধরে জ্বর।সেই জ্বর নিয়ে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়।তারপর ওখান থেকে টেস্ট করালে তার রিপোর্টের ডেঙ্গু ধরা পড়ে।এরপর তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে নিয়ে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করে।ডেঙ্গি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বেড়েছে দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য বিভাগের কর্তাদের মধ্যে।বারুইপুর ও ক্যানিং মহকুমার বিস্তীর্ণ এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রবীণদের তুলনায় তরুণ প্রজন্মের মধ্যে রোগ বেশি ছড়াচ্ছে। এরই মধ্যে ডেঙ্গিতে মৃত্যুও হয়েছে বলে অভিযোগ আসা শুরু হয়েছে।দক্ষিণ ২৪ পরগনার স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক বলেন,অনেক পুরসভা সহ গ্রামীণ এলাকাতেও এবার ডেঙ্গি বেশি হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। ফলে বিপদের সম্ভাবনা থাকছে। বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা খুঁজে দেখার কাজ হচ্ছেনা।পুরসভা ও গ্রামীন এলাকাগুলিতে স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর,বারুইপুর মহকুমায় ইতিমধ্যেই ডেঙ্গিআক্রান্তের সংখ্যা ৫৭।২০২২ সালে এই সংখ্যা ছিল ৫০। যদিও এ বিষয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে জানা গিয়েছে এলাকা গুলিতে মশার ওষুধ স্প্রে থেকে শুরু করে বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালানোর কাজ হচ্ছে।

অন্যদিকে জয়নগর-মজিলপুর পুরসভা এলাকাতে নজরদারির কাজ পুরোপুরি বন্ধ বলে ক্ষোভ প্রকাশ করেছে জেলার স্বাস্থ্যবিভাগের এক স্বাস্থ্য আধিকারিক। তিনি বলেন, বারুইপুর ও জয়নগর- মজিলপুর পুরসভায় যা দেখানো হচ্ছে তার থেকে আক্রান্তের সংখ্য বেশি। প্রাইভেট ল্যাব কোনও রিপোর্ট দিচ্ছে না বলে তাদের কয়েকটিকে শোকজও করেছে স্বাস্থ্যবিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, জয়নগর ১ ব্লকে ৪, জয়নগর ২ ব্লকে ৭, কুলতলিতে ৮, ভাঙড় ১ ব্লকে ৮, ভাঙড় ২ব্লকে ৬ জন ডেঙ্গি আক্রান্ত।ক্যানিং মহকুমার ক্যানিং ১ ব্লকে ২ জন, ক্যানিং ২ ব্লকে ছ’জন, বাসন্তীতে ৪, গোসাবাতে ৩ জন ডেঙ্গি আক্রান্ত। এ বিষয়ে আক্রান্ত এক পরিবারের সদস্য বলেন রিপোর্টটা আসার সাথে সাথে আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছি তবে স্থানীয় পঞ্চায়েত কে জানানো হয়েছে এলাকায় স্প্রে ও করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *