রাজ্যশীর্ষ খবর

ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এককালীন আর্থিক সহায়তার পাশাপাশি আগামী তিন মাস ২ হাজার টাকা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেবে রাজ্য সরকার

নিউজ বাংলা লাইভ: ওই ট্রেন দুর্ঘটনায় এখনো পর্যন্ত এ রাজ্যের ৬২ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন, এখনো ১৮২ জনের দেহ শনাক্ত করা যায়নি। এক হাজার জনের বেশি যাত্রী আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশংকা জনক।

এই দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, রাজ্য সরকারের তরফে তাদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ, আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের এক লক্ষ, অল্প আহতদের ২৫ হাজার ও মানসিকভাবে বিপর্যন্ত প্রায় ২ হাজার মানুষকে এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া ছাড়াও আগামী তিন মাস তাদের দুই হাজার টাকা করে সহায়তা এবং চাল, ডালের মত নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *