ইতিহাসে আজকের দিনেজেলাব্রেকিং নিউজ

টানা বৃষ্টির কারণে মানিকচকে চাষীদের মাথায় হাত।

নিজস্ব প্রতিনিধি পার্থ ঝা,মানিকচক

মানিকচক ব্লকের অন্তর্গত নূরপুর.নাজিরপুর অঞ্চলের চাষীরা বরাবরই এ সময়টাতে ফুলকপি.বাঁধাকপি চাষ করে আসছেন।কিন্তু এবছর হঠাৎই টানা দুইদিনের বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে।আনুমানিক এক হাজার বিঘা জমির ফসল।ফলে কপালে চিন্তার ভাঁজ চাষীদের।ঝণধার করে বাধাকপি.ফুলকপি.আলু চাষে নেমে ছিলেন চাষীরা।এর আগেও এই চাষে লাভের মুখ দেখে ছিলেন।বিঘা প্রতি ৩০ থেকে ৩৬ হাজার টাকা।
ফলে লাভের মুখ দেখেন প্রতিবছরি।কিন্তু এ বছর টানা বৃষ্টির কারণে।টানা বৃষ্টির ফলে ৮০০ থেকে হাজার বিঘা জমির ফসল নষ্ট হয়েছে।যা স্প্রে করেও বাঁচানো সম্ভব নয়।ফলে রাতের ঘুম উড়েছে চাষীদের।সরকারি সাহায্যের দিকে তাকিয়ে আছেন অসহায় চাষীরা।

এবিষয়ে চাষী গৌতম মন্ডল জানান,আমরা প্রতিবছর এই সময় আলু,ফুলকপি,বাঁধাকপি চাষ করি।এবছর দুর্গাপুজোর পর বৃষ্টির কারনে জলে ডুবে গেছে মাঠের ফসল।অনেক টাকা ক্ষতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *