ঝাড়গ্রামশীর্ষ খবর

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধনে বিডিও রথীন বিশ্বাস

সৌমেন আদক, ঝাড়গ্রাম: সারা রাজ্য পাশাপাশি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই ৭ নং অঞ্চলের আতাডিহা চক থেকে আতাডিহা গ্রাম পর্যন্ত ৮০০ মিটার ও ডুমুরিয়া থেকে শিরষবনী পর্যন্ত ১.৬ কিমি রাস্তার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন অনুষ্ঠান শেষে নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত।

অন্যদিকে রোহিনী ৪ নং অঞ্চলের রঞ্জিতপুর বাগ বাজার থেকে রঞ্জিতপুর PWD পর্যন্ত ১.৪০০ কিমি ও প্রহরাজপুর থেকে টিকরপাড়া পর্যন্ত ১.৫০০ কিমি রাস্তার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠান শেষে নারকেল ফাটিয়ে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউৎএবং সাঁকরাইলের বিডিও রথীন বিশ্বাস ।

এছাড়াও ধানঘোরী, ছত্রী, রগড়া, আন্ধারী, সাঁকরাইল, কুলটিকরী, পাথরা, লাউদহ গ্রাম পঞ্চায়েত মিলিয়ে সাঁকরাইল ব্লকে মোট ২০ টি কংক্রিটের রাস্তার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। সাঁকরাইলের ১০ টি অঞ্চলের মধ্য প্রতিটি অঞ্চলে দুটি করে রাস্তার উদ্বোধন হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *