ঝাড়গ্রামরাজনীতিরাজ্য

ঝাড়গ্রামে হেঁটে চলেছে চোখ ধাঁধানো লাল ফৌজ ! জেগে উঠছে সিপিআইএম

ছবিতে দেখা যাচ্ছে গ্রামের রাস্তায় এগিয়ে চলছে লালঝান্ডার ভিড়। হেঁটে চলেছে অজস্র সিপিআইএমের ঝান্ডা!

নিউজ বাংলা টুডে ডেস্ক: পথে নেমেছে চমকে দেওয়া জনস্রোত। পঞ্চায়েতের আগে কোমোর বেঁধে রাস্তায় নেমেছে বামফ্রন্ট। কর্মসূচীর মাধ্যমে নতুন করে গ্রামে গ্রামে জনসংযোগ শুরু করছে তারা, ফলও মিলছে। জঙ্গলমহলে প্রায় প্রতিটা মিছিলে লক্ষনীয় কর্মী কে পথে নামতে দেখা যাচ্ছে। যা বর্তমান সরকারের শাসন কালে একদমই বিরল ছিলো। রাজ্য জুড়ে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, সঙ্গে ছাত্র,যুব, মহিলা কে সঙ্গে নিয়ে ‘গ্রাম জাগাও ,চোর তাড়াও , বাংলা বাঁচাও’ এই দাবিতে রাজ্য জুড়ে যে জাঠা সংগঠিত হয়েছে তারই ঝাড়গ্রাম জেলার চন্দ্রী এলাকার ৭টি অঞ্চলে আজ মিছিল করা হয় সিপিএইএমের তরফ থেকে। পাশাপাশি চন্দ্রী পঞ্চায়েত অফিসে ডেপুটেশন।

মূল দাবি ১০০দিনের কাজে যে বকেয়া মজুরি তা অবিলম্বে তা প্রদান করতে হবে। ১০০দিনের কাজ পুনরায় চালু করতে হবে। পঞ্চায়েতে যে লুটেরাদের রাজত্ব চলছে। সেই লুটেরাদের রাজত্বের অবসান ঘটিয়ে মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে হবে। যত গুলো নিয়োগ হবে স্বচ্ছতার সাথে করতে হবে। এই দাবিতেই জাঠা কর্মসূচী চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *