ঝাড়গ্রামদুর্ঘটনাশীর্ষ খবর

ঝাড়গ্রামের মুকুন্দপুরে এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে! আহত চার পথচারী

সৌমেন আদক, ঝাড়গ্রাম: বাসটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থেকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর যাওয়ার সময় সকাল ৮:৩০ নাগাদ মুকুন্দপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আহত চার জনের বাড়ি মুকুন্দপুর গ্রামে বলে জানা যায়। গুরুতর আহতদের নাম গনেশ পাতর, অর্পণ পাতর, শচীন্দ্র পাতর, এবং আহত আরো একজন গুরুপদ পাতরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনা ঘটার পর গ্রামবাসীরা আহত ঐ চার যুবককে উদ্ধার করে ভাঙ্গাগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় তাদের।

তবে এই ঘটনার পরে উত্তপ্ত গ্রামবাসী বাসটি ভাঙচুর করেন ও আহতদের চিকিৎসার দাবিতে পথ অবরোধ করেন প্রায় আধঘন্টা।

খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ এসে গ্রামবাসীকে দাবি দাওয়া কি রয়েছে তা জানার ও তা সমাধানের চেষ্টা করেন দফায় দফায় আলোচনা চলার পর। বাসের মালিকের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসার সমস্ত খরচ দেওয়ার আশ্বাস দিলে, গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন। পুলিশ বাস টি কে ইতিমধ্যেই আটক করেছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।পলাতক বাস চালকের ইতিমধ্যে খোঁজ শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *