রাজ্য

ঝড়ে বিধ্বস্ত পোলিং স্টেশন নিয়ে কি জানালো নির্বাচন কমিশন।

দুর্যোগে বিপর্যস্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কেন্দ্রের কয়েকটি ভোটকেন্দ্র। জানালেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তিনি জানান, ১১টি পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি মেরামতের কাজ চলছে।

অরিন্দম জানান, কমিশনের কাছে নির্বাচনী বিধি ভাঙা-সহ বিভিন্ন ভোট সংক্রান্ত সবচেয়ে বেশি অভিযোগ এসেছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলা থেকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর জানিয়েছে, ভোটের প্রস্তুতি এবং বিভিন্ন অভিযোগগুলি খতিয়ে দেখতে বুধবার বিশেষ পর্যবেক্ষক অলোক সিন্‌হা রাজ্যে আসছেন।আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্র কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোটগ্রহণ হবে।

তার আগে রবিবার আচমকা ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় জলপাইগুড়ি শহর, ময়নাগুড়ি, ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। আর এর সাথেই আজ জানা যায় ১১টি ভোট কেন্দ্রও ক্ষতিগ্রস্থ হয়েছে। সেগুলি এবার মেরামতের কাজ চলছে বলে এদিন জানিয়েছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *