পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

জেলা পুলিশের উদ্যোগে পথনিরাপত্তা বিষয়ক বিশেষ সচেতনতা কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : বুধবার পূর্ব মেদিনীপুরের সোনাপেত্যা টোলপ্লাজার কাছে ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে জেলা পুলিশের উদ্যোগে পথনিরাপত্তা বিষয়ক বিশেষ সচেতনতার কর্মসূচী গ্রহন করা হলো।প্রতিদিনই রাস্তাঘাটে বিভিন্নভাবে পথদুর্ঘটনায় মৃত্যু হয় পথচারী থেকে সাইকেল আরোহী ও বাইক আরোহী।ট্রাফিক আইন না মেনে গাড়ি চালাতে গিয়ে প্রান বলি যায় প্রতিনিয়ত।তাই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ মানুষকে সচেতনতার জন্য পথে কড়া ব্যবস্থাগ্রহনের পরিকল্পনা নিচ্ছে।বাইক চালকদের জন্য যেমন হেলমেট পরা বাধ্যতামূলক যেমন থাকবে,তেমনি চারচাকার ক্ষেত্রে সিটবেল্টও বাধ্যতামূলক।

বড়গাড়ি চালকদের ক্ষেত্রে মদ্যপান না করে চালানোর জন্য অনুরোধ করা হয়।দুমাস ধরে চলবে জেলার বিভিন্ন জাতীয় সড়কগুলিতে পুলিশি নজরদারী।দুঃর্ঘটনা এড়াতে জেলাপুলিশ বিশেষ কড়া নিয়মনীতি গ্রহন করবে,বুধবার এমবটাই জানালেন জেলার পুলিশ সুপার কে. অমরনাথ।এদিনের পথনিরাপত্তার দুদিন ব্যপি কর্মসূচীর প্রথমদিনের উদ্বোধনী অনুষ্ঠানে গাড়িচালকদের চোখের পরীক্ষাও করানো হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্নেন্দু মাজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *