পূর্ব মেদিনীপুরভগবানপুরশিক্ষাশীর্ষ খবর

জীবনের বড়ো পরীক্ষায় বসল অনাথ আশ্রম ১৫জন আবাসিকরা

নিজস্ব প্রতিনিধি, ভগবানপুর:পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের ৯ জন ও আশ্রম পরিচালিত “স্নেহা ছায়া ” শিশু আবাসের ৬ জন আবাসিক এবার মাধ্যমিক পরীক্ষা দিল এদের মধ্যে ৪ জন ছেলে ও ১১ জন মেয়ে। ছেলেদের মধ্যে নিলয় বর্মন, পল্লব মন্ডল, সানি গিরি, রাজীব খাটুয়া ও মেয়েদের মধ্যে সূচনা প্রধান, শিউলি আদক, অঙ্কিতা বাগ, লক্ষ্মী সবর, সুস্মিতা বারিক আশ্রম থেকে পরীক্ষা দিল।

এদের মধ্যে অনেকের বাবা – মা নেই আবার কারুর বাবা আছে, কিন্তু মা নেই আবার কারোর মা আছে তো বাবা নেই। ছোটবেলা থেকে আশ্রমের পরিবেশে বড় হয়ে উঠেছে।ইচ্ছা ও চেষ্টা থাকলে বাবা-মায়ের অভাব দূরে সরিয়ে রেখে ও যে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া যায় তার উজ্জ্বল উদাহরণ এই নয় জন ছেলেমেয়ে ।

তাদের বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছে আশ্রমের প্রতিষ্ঠাতা ও সম্পাদক বলরাম করন। তিনি জানিয়েছেন, আবাসিক ছাত্রছাত্রীরা আরও এগিয়ে যাক এটাই ঈশ্বরের কাছে কামনা করি। পূর্বে যারা পরীক্ষা দিয়েছিল, সকলেই ভালো ফলাফল করেছে। তারা প্রত্যেকেই জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এরাও এবার খুব ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদী। এদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আগামীদিনে আশ্রম কতৃপক্ষ সব রকমের সহযোগিতা করবে। তবে আবাসিক পরীক্ষার্থীরা জানিয়েছে, ভালো ফলাফল করে আগামী দিনে নিজের পায়ে দাঁড়িয়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *