তমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

জায়গা পাইয়ে দেওয়ার জন্য স্ট্যাম্প পেপার এ লিখে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের কাউন্সিলরের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিনিধি,তমলুক:-জায়গা পাইয়ে দেওয়ার জন্য স্ট্যাম্প পেপার এ লিখে টাকা নেওয়ার অভিযোগ তৃণমূলের কাউন্সিলর এর বিরুদ্ধে। মধ্যস্থতাকারী হিসেবে স্ট্যাম্প পেপার এ লিখে লক্ষ লক্ষ টাকা ক্রেতাদের থেকে নিয়েছেন কাউন্সিলর। আড়াই বছর প্রায় পার হয়ে গেলেও জায়গার মুখ দেখেনি কেউ।জানা গেছে তাম্রলিপ্ত পৌরসভার 4 নম্বর,5 নম্বর ও 10 নম্বর ওয়ার্ড এর বাসিন্দা যথাক্রমে রমজান মস্তান, শেখ আবেদ আলী, আমিনা বিবি তাম্রলিপ্ত পৌরসভার 5 নম্বর ওয়ার্ড এর পদুমবসান আচার্য পাড়া এলাকায় একটি জায়গা যৌথভাবে কিনতে চান। অভিযোগ ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সুফিয়া বেগম তিনজনের কাছ থেকে মধ্যস্থতাকারী হিসেবে স্ট্যাম্প পেপার এ লিখে যথাকর্মে 2 লক্ষ , 2 লাখ, 3 লাখ টাকা সবমিলে 7 লক্ষ টাকা নেন। এছাড়াও ওই জায়গাটির আরও অংশর জন্য একাধিক লোকের কাছে থেকে আরও টাকা নেন বলে অভিযোগ। কিন্তু প্রায় আড়াই বছরের ও বেশি গড়িয়ে গেলেও সেই জায়গায় রেজিস্ট্রেশন পাননি ক্রেতারা। দলিল ও দেওয়া হয়নি কাউকে। বাধ্য হয়ে আগের মতো খাস জায়গায় টালির ছাউনি তেই ঠাই প্রতারিতদের।ইতিমধ্যেই তমলুক শহর তৃণমূলের নেতৃত্ব ও মন্ত্রী সৌমেন মহাপাত্রর দ্বারস্থ হয়েছেন ও এই তিনজন। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এতে প্রতিক্রিয়া তাম্রলিপ্ত পুরসভার 10 নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর তথা রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি পার্থ সারথী মাইতি-র।তৃণমূলের কাটমানি, সিন্ডিকেট এর দল, উপর থেকে নিচতলা চোরে ভর্তি প্রতিক্রিয়া বিজেপির জেলা সহ সভাপতি আশীষ মন্ডলের।অপরদিকে ওই কাউন্সিলর কে ফোন করলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *