Breakingতমলুকব্রেকিং নিউজশীর্ষ খবর

জাল টানতেই ঝিল থেকে উঠে এল ইলিশ,তমলুকে চাঞ্চল্য!

নিউজ বাংলা লাইভ:তমলুক; তমলুক শহরে রূপনারায়ণ নদী সংলগ্ন একটি ঝিলে জাল টানতেই উঠে এলো ইলিশ মাছ। বিশ্বকর্মা পুজো উপলক্ষে মাছের প্রয়োজনে ঝিলে জাল দিয়ে মাছ ধরার সময় রুই কাতলা মৃগেলের পাশাপাশি জালে উঠে এলো ইলিশ মাছ। তা নিয়ে চাঞ্চল্য ছড়াল তমলুকে। প্রসঙ্গত ইলিশ মাছ নোনা জলের মাছ, বর্ষাকালে শুধু ডিম পাড়ার সময় নদীর মিষ্টি জলে আসে। বর্তমান সময়ে নদীতে দূষণ ও নদীতে আসার আগেই ইলিশের ছাঁক ধরা পড়ে সমুদ্রে। ফলে পশ্চিম বাংলার নদনদীতে ইলিশের পরিমাণ কমেছে। কিন্তু এবার রূপনারায়ণ নদের সংলগ্ন একটি ঝিলের জলে ইলিশ মাছ পাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ক্রমাগতই নদীতে বেড়ে চলেছে দূষণের মাত্রা।সময় মত বর্ষা না আসায় যেন মুখ ফিরিয়ে নিয়েছে প্রকৃতিও।এমন পরিস্থিতিতে সমুদ্রে কিংবা নদীতে নয়।এবার ইলিশের দেখা মিলল তমলুকের একটি মাছ চাষের ঝিলের।সেই অবাক করা খবর বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়লে আনন্দে প্রায় আত্মহারা হয়ে পড়লেন ইলিশ প্রেমীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপনারায়ণ থেকে অন্যান্য খালের পাশাপাশি বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে নারায়ণপুরের খাল। তাম্রলিপ্ত পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের এই রূপনারায়ণ নদী সংলগ্ন গণপতি নগর যাওয়ার রাস্তার পাশেই রয়েছে কানাই জানার একটি ৮ বিঘের মাছের ঝিল। আর সেই মাছ চাষের ঝিলে উঠলো বাঙালির প্রিয় ইলিশ মাছ।বর্তমানে এই কানাই জানার মাছের ঝিলটি বেশ কয়েকজন অংশীদারি ব্যবসা হিসেবে লিজ নিয়ে মাছ চাষ করে থাকেন। যেখানে মূলত রুই, কাতলা, মৃগেলের মতো সাদা মাছের চাষ হয়ে থাকে। এবং প্রতিনিয়তই এই ঝিলে আবার ছিপ নিয়ে মাছ ধরার প্রতিযোগিতার আসর বসে। এমন অবস্থায় জনপ্রিয় এই মাছের ঝিলে জাল টানা হচ্ছিল। যেখানে রুই, কাতলা, মৃগেলের পাশাপাশি ইলিশ মাছ আশ্চর্যজনকভাবে উঠে আসে। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় এলাকা জুড়ে। পরবর্তী ক্ষেত্রে সাধারণ মিষ্টি জলের পুকুরে এই ইলিশের দেখা মেলা নিয়ে রহস্য ভেদ হয় মৎস্য চাষিদের কথাতেই। তাঁদের দাবি, সামনেই রূপনারায়ণ। এই রূপনারায়ণ থেকেই নারায়ণপুরের খাল বেয়ে জোয়ারের জল কোনোভাবে এই মাছের ঝিলে ঢুকে পড়েছিল। আর তাতেই ছোট ছোট চিংড়ি ভেটকি পার্সের পাশাপাশি ইলিশের ক্ষুদ্র এই সকল সংস্করণগুলি ঢুকে পড়েছিল। যেগুলি সময়ের সঙ্গে সঙ্গে অন্যান্য মাছের পাশাপাশি মিশ্র চাষে বেড়ে উঠছিল। এদিন মাছ ধরার জালে অন্যান্য মাছের পাশাপাশি মৃগেল, ভেটকির পাশাপাশি নয়টি খোকা ইলিশেরও দেখা মেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *