ব্রেকিং নিউজমালদা

জানুয়ারিতে প্রাথমিক বিদ্যালয়গুলি খোলা নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মতামত

পার্থ ঝা,মানিকচক;
নিজস্ব প্রতিনিধি , করোনা আবহে দীর্ঘ দুই বছর ধরে প্রাথমিক বিদ্যালয় গুলি বন্ধ। প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিশুরা আগামী দুই বছর ধরে স্কুলের মুখ দেখে নি। বিদ্যালয় শিশুদের বিভিন্ন মানসিক ও সামাজিক বিকাশ সাধন করে। কিন্তু কোরনা মহামারীর জন্য সমাজের ক্ষুদ্র সংস্করণ অর্থাৎ বিদ্যালয় দুই বছর ধরে বন্ধ।
নেটদুনিয়ায় ঝড় উঠেছে এবং বিভিন্ন শিক্ষাবিদরা চাইছেন প্রাথমিক বিদ্যালয়কে ২০২২ বর্ষের জানুয়ারি থেকে খুলে দিলে শিশুদের মানসিক ও সামাজিক বিকাশ লাভ হবে।
আমাদের প্রতিনিধি পার্থ ঝা ঘুরে বেড়ালেন বিভিন্ন বিদ্যালয়ে। কথা বললেন অভিভাবক বিদ্যালয়ে ভর্তি হতে আসা ছাত্র , প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সঙ্গে। উভয়ের মতামত বিদ্যালয় খুলে গেলে শিশুদের বিকাশ হবে।
শিক্ষক শিক্ষিকারা চাইছেন কভিড বিধি মেনে অল্পসংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে বিদ্যালয় খুলে গেলে ভালো হতো।
শিক্ষকরা বলছেন, আমাদের অনেক অভিভাবক জিজ্ঞেস করে কবে খুলবে বিদ্যালয়?
উত্তরে আমরা বলি রাজ্য সরকারের নির্দেশ পেলেই আমরা তড়িঘড়ি বিদ্যালয় খুলবো।
বিদ্যালয় খুলে গেলে আবার বিদ্যালয় গুলি ফিরে পাবে তাদের শিশুদের , আনন্দ হা ও চিৎকারে পুনরুজ্জীবিত হবে সমস্ত বিদ্যালয়।
মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *