তমলুকপূর্ব মেদিনীপুরশীর্ষ খবর

জাতীয় লোক আদালত শুরু হল তমলুক জেলা আদালতে

নিজস্ব প্রতিনিধি, তমলুক: জাতীয় লোক আদালত শুরু হল তমলুক জেলা আদালতে। তমলুক হলদিয়া এবং কাথি আদালতে এই লোক আদালত শুরু হয়েছে। তিনটি আদালত মিলিয়ে প্রায় ১৪৫৪২টি কেসের শুনানি হবে আজ। এই কেশ গুলির নিষ্পত্তির জন্য তমলুকে আটটি বেঞ্চ এবং কাঁথিতে আটটি বেঞ্চ এবং হলদিয়াতে একটি বেঞ্চের মাধ্যমে শুনানি হবে। তমলুকে আট হাজার কেস এবং কাঁথিতে সাত হাজার কেস এবং হলদিয়া তে দেড় হাজার কেসের শুনানি হবে আজ।

এই জাতীয় লোক আদালত শুরু হওয়ার পরে তমলুকে বেঞ্চগুলি পরিদর্শন করেন জেলা জজ সুযশা মুখোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন অন্যান্য জজ সহ আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা। বহু মানুষ আজকে আদালতে উপস্থিত হয়ে এই জাতীয় লোক আদালতের মাধ্যমে নিজেদের সমস্যা মিটিয়ে নিতে তৎপর হয়েছেন।

জেলা জজ সুযশা মুখোপাধ্যায় জানিয়েছেন এই আদালত এর মাধ্যমে বহু লোক আজকে তাদের দীর্ঘদিনের সমস্যা মিটিয়ে নিতে পারবেন সহজেই। জেলার বিভিন্ন আদালতে এই মামলাগুলি দীর্ঘদিন ধরেই চলছিল। তিনি জানিয়েছেন আজ অন্তত ৫০ শতাংশ কেসের মীমাংসা হবে এমনটাই আশা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *