মালদাশীর্ষ খবর

জাতীয় প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ, পালিত হলো মালদায়

নিজস্ব প্রতিনিধি, মালদা: চলতি মাসের ১৩ থেকে ১৯ তারিখ পযর্ন্ত রাজ্য জুড়ে পালিত হচ্ছে জাতীয় প্রানী সম্পদ বিকাশ সপ্তাহ। গোটা রাজ্যের পাশাপাশি মালদার চাঁচলে জেলা স্তরের প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন হলো শনিবার। এদিন চাঁচল-১ নং ব্লকের পশু চিকিৎসালয়ের পার্শ্ববর্তী ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার,মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায়, চাঁচল ১ নং ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্য্য ও চাঁচল থানার আইসি পুর্ণেন্দু কুমার কুণ্ডু সহ প্রমুখরা।এদিনের অনুষ্ঠানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশু পালন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চাষিদের উৎসাহিত করার পাশাপাশি পশু পালনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেজীবিকা নির্বাহকারীদের স্বারক প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির সারমেয় প্রদর্শনী ছাড়াও গো-খাদ্য থেকে শুরু করে পশু পালনের পদ্ধতির শিবির করা হয় সেখানে।

প্রাণীসম্পদ বিকাশ সপ্তাহ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদা সহ তিন জেলার মানুষের জন্য সুখবর দেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, বেকারত্ব দূরীকরনের লক্ষ্যে মালদায় তৈরি হচ্ছে ডিমের কারখানা।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৬০ কোটি টাকা বরাদ্দে এই ডিমের কারখানা তৈরি করা হচ্ছে। স্বল্প দিনের মধ্যে সেই কারখানার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মালদা নয়, আশেপাশের জেলার মানুষও সুবিধা পাবেন।মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগ বেকারত্ব দূরীকরণে অনেকটা সহায়ক হয়ে উঠবে। সরকার এই দপ্তরে আরো উন্নয়ন ঘটাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *