কলকাতাদেশব্রেকিং নিউজরাজ্যশীর্ষ খবর

জল প্রকল্পে পিছিয়ে রাজ্যে! জানালেন জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত

নিউজ বাংলা ডেস্ক : কেন্দ্রের ‘জল জীবন মিশন’ প্রকল্পে এরাজ্যে আশানুরূপ কাজ হয়নি বলে জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত অভিযোগ করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, চলতি বছরের ৩১শে মার্চ পর্যন্ত এই প্রকল্পে রাজ্যকে ২হাজার ১০০কোটি টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে শুধুমাত্র ১হাজার ৬০কোটি টাকা খরচ হয়েছে। গুজরাট, হিমাচল প্রদেশ সহ বহু রাজ্য ইতিমধ্যেই এই প্রকল্পে ৯০শতাংশের বেশি লক্ষ্যমাত্রা পূরণ করেছে। তবে এরাজ্যে এই প্রকল্পে মাত্র ১৯শতাংশ কাজ হয়েছে। এছাড়া রাজ্যে ২হাজার ১১২টি ব্লকে জলে আর্সেনিকের সমস্যা রয়েছে। তাসত্ত্বেও সেই এলাকাগুলিতে সঠিকভাবে কাজ হয়নি বলে তার আরও অভিযোগ। আগামী ২০২৪সালের মধ্যে গ্রামীণ এলাকায় ১০০শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার যে লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী নিয়েছেন তা পূরণে পিছিয়ে থাকা রাজ্যগুলিকে কাজে গতি আনতে হবে বলে তিনি নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *