জেলা

জলযন্ত্রনা, বিদ্যুৎহীন! ভুগন্তি শিকার গোটা ময়না এলাকা

সুজিত মণ্ডল, ময়না, : কয়েকদিন অবিরাম বর্ষণে ময়নার নিচু এলাকা গুলিতে কোথাও এক হাঁটু জল, কোথাও এক কোমর জল। নদীর জল কমে এলেও ময়নার নিচু এলাকায় জল স্তর বৃদ্ধি পেতে থাকে ।ফলে ময়নার বিভিন্ন অঞ্চলের লোকজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে উচুঁ এলাকায়, ত্রাণ শিবিরে অথবা অঞ্চলের ঘরে আশ্রয় নিতে থাকে,সঙ্গী হচ্ছে গরু বাছুর হাঁস-মুরগির মতো পালিত পশুও। আবার কেউ কেউ নিজের বাড়িতে থেকেই মটর দিয়ে জল মেরে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বাড়িতেই বসবাস করার জন্য। বেশ কিছুদিন ধরে পানচাষিরাও মোটরের সাহায্যে জল মেরে পান বরজ বাঁচানোর মরিয়া চেষ্টা করছে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো আজ যখন ময়নার বিদ্যুৎ দপ্তরের সাব-সেন্টার জলবন্দি হল । সাব সেন্টারের এক ইঞ্জিনিয়ার জানালেন ,রাত তিনটের সময় হঠাৎ করেই জলের লেভেল এত বেড়ে গেল যে ভোর চারটে থেকে সমগ্র ময়নাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হলাম। ময়নার বিদ্যুৎ দপ্তরের সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জানালেন ,যতক্ষণ না জল নামছে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা যাবে না।এখন ময়না তে জল যন্ত্রণার নতুন সঙ্গী হল অন্ধকার যন্ত্রনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *