পশ্চিম মেদিনীপুরবিনোদন

জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক দূষণের কুপ্রভাব চোখে পড়ছে সর্বত্র।

নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ি:-জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক দূষণের কুপ্রভাব চোখে পড়ছে সর্বত্র। এমনকি খনিজ সম্পদের উপরও ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে বিগত শতক থেকে। প্রতি বছর ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশের করুণ অবস্থা সম্পর্কে মানুষকে সচেতন করতে, পরিবেশ রক্ষায় সার্বিক সহযোগিতা গড়ে তুলতেই এই দিনটি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস 2022-এর থিম হল ‘কেবল এক পৃথিবী’, যা প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে টেকসই জীবনযাপনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। রবিবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হল সর্বত্র। এদিন কেশিয়াড়ী ব্লকের গগনেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জয়কৃষ্ণপুর নেহরু বিদ্যাভবনে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। পদযাত্রা বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে সারা এলাকা পরিক্রমা করে ফের বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। বৃক্ষরোপন, জলের অপচয় রোধ, ধূমপান বর্জন, রাসায়নিক সার বর্জন সহ পরিবেশ সচেতনতামূলক প্লাকার্ড হাতে পথ হাঁটে পড়ুয়া সহ সকলে। নির্মল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম নন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *