ব্রেকিং নিউজ

জম্বু কাশ্মীরের লাদ‍্যাখে অভিযান চালানোর সময় দুর্ঘটনায় মৃত্যু সিআরপিএফ জওয়ানের

নিজস্ব প্রতিনিধি ,শহীদ মাতঙ্গিনীর জেলায় তমলুক ব্লকের বাসিন্দা নন্দলাল রানা জন্মুকাশ্মীর সীমান্তে দুর্ঘটনায় শহীদ হয়।

তাঁর মরদেহ পূর্ব মেদিনীপুরের তনলুক ব্লকের হরশংকরপুর গ্রামের বাড়িতে পৌঁছনোর সময় গ্রামের মানুষজন জাতীয় পতাকা হাতে তাঁকে চোখের জলে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়।
জেলা পুলিশ ও ভারতীয় সৈনিকদের পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।
জাওয়াদের কারণে জম্মু-কাশ্মীরে মেঘলা আকাশ। আর অন্যদিকে জম্মু-কাশ্মীরে লাদ‍্যাখে চলছে তল্লাশি। আজ সকালে মাথায় মেঘলা আকাশ নিয়ে লাদ‍্যাখে সিআরপিএফ ক্যাম্প থেকে পাহাড়ের রাস্তা দিয়ে তল্লাশি চালানোর সময় ৪২নম্বর ব্যাটেলিয়ান স্টাফের চার প্রতিনিধি একটি সিআরপিএফের জিভে করে করে পাহাড়ের রাস্তা দিয়ে ওঠার সময় দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ের রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায় সিআরপিএফের গাড়ি।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ নম্বর ব্যাটেলিয়ান স্টাফের লাইনম্যান জাওয়ান ৩৬ বছরের নন্দ রানা। বাকি তিন সিআরপিএফ জওয়ান মৃত্যুর সাথে সাথে পাঞ্জা লড়ছে জম্মু-কাশ্মীরের সিআরপিএফ হসপিটালে। মৃত সিআরপিএফ জওয়ান নন্দ বাবুর বাড়ি তমলুক থানার নিলকুণ্ঠ‍্যা অঞ্চলে হরশংকর গ্রামে। বৃহস্পতিবার শহীদ জওয়ানের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে শেষ শ্রদ্ধা জানাতে বহু মানুষ উপস্থিত হয় তাঁর বাড়ির সামনে।
বাড়িতে শেষ কার্যক্রম করার পর শেষকৃত্য সম্পন্ন হয়। গান স্যালুটে শেষ বিদায় জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *