খড়গপুরপশ্চিম মেদিনীপুর

জনপ্রিয় মেগা সিরিয়ালে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করলেন খড়্গপুরের প্রলয়

পশ্চিম মেদিনীপুর: লক্ষ্য যদি সঠিক থাকে তাহলে সাফল্য অবশ্যই আসবে।পাশাপাশি মিথ্যে কুৎসা অপপ্রচার চালিয়েও প্রতিভাকে আটকে রাখা সম্ভব নয়। আর সেটাই প্রমাণ করলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের প্রলয় সামন্ত। পেশায় তিনি একজন সাংবাদিক এবং অভিনয়ে জগতেও সকলের মন জয় করে যাচ্ছেন।

এবার কালার্স বাংলার সন্ধ্যে সাত টায় জনপ্রিয় মেগা সিরিয়াল সোহাগ চাঁদে চিত্র সাংবাদিকের ভূমিকায় দেখা গেল খড়্গপুরের প্রলয়কে। ইতিমধ্যেই এই সিরিয়ালের জনপ্রিয়তা যথেষ্ট। শুটিংয়ের কল টাইম পাওয়া মাত্রই খড়গপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় প্রলয়। এক সময় যারা প্রলয়কে এড়িয়ে যেত আজ তারাই শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে। কারণ প্রলয় তার লক্ষ্যে অবিচল। বর্তমানে সাংবাদিকতা যেমন সাহসিকতার সাথে করে যাচ্ছেন ঠিক অপরদিকে অভিনয় পেশাকেও সম্মানের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অবশ্য প্রলয়ের এই সাফল্যে খুশি খড়্গপুরবাসী।এই বিষয়ে আমাদের প্রতিনিধিকে প্রলয় বলেন ‘ জীবনে হবে না বলে কিছু নেই। আমি সাংবাদিকতা যেমন সৎভাবে করছি ঠিক অভিনয় পেশা টা কেও সম্মানের সাথে এগিয়ে নিয়ে যাব।বর্তমানে আমি বেশ কয়েকটি বাংলা সিরিয়ালে চিত্র সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছি।

মনে রাখবেন আপনার লক্ষ্য আর ইচ্ছে থাকলেই সাফল্য অবশ্যই পাওয়া যায়। আমি যে কাজটাই করি সেটাকে ভালোবেসে করি।সমাজে অনেকে অনেক কিছুই বলবে। তাছাড়া একটা কথা আমি মনে করি বিতর্ক তখনই হয় যখন লক্ষ্যটা সঠিক থাকে।আমার মা বাবার পাশাপাশি খড়্গপুরবাসী দুহাত তুলে আশীর্বাদ করেছে। খড়গপুর এই শহরে সব ধর্মের মানুষের বসবাস এবং এক কথায় মিনি ইন্ডিয়া।আমি গর্বিত এই শহরে জন্মাতে পেরে। সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রতিভাকে লুকিয়ে রাখবেন না।

ভালো গান, নাচ, আবৃত্তি সহ একাধিক প্রতিভা যদি আপনার মধ্যে থাকে সেটা সমাজে বিকশিত করুন। কে কি ভাবলো আর কে কি বলবে সেই দিকে কান না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। মনে রাখবেন জীবন মানেই সংগ্রাম। হার না মেনে সংগ্রাম করুন দেখবেন সাফল্যের চাবিকাঠি আপনি পাবেন।’আমাদের পক্ষ থেকেও প্রলয় এই সফল্যের শুভেচ্ছা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *