ঝাড়গ্রাম

জঙ্গলমহলে শুরু রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

ঝাড়গ্রাম: নির্বাচন কমিশনের নির্দেশ মত ঝাড়গ্রামেও রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি। কিন্তু তার আগেই জঙ্গলমহলের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকার কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গিয়েছে। ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার মহাপাল, ভক্তাপাট, পেটবেন্ধী সহ ঝাড়গ্রাম জেলার লালগড়, ঝাড়গ্রাম সহ বিভিন্ন প্রান্তে চলছে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে। জেলার বিভিন্ন এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু করেছে।

সাধারণ মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। পৌঁছে গিয়ে সাধারণ মানুষদের জিজ্ঞাসা করছে কোনরকম অশান্তি বা বিশৃঙ্খলা এই এলাকায় হচ্ছে কিনা। একই সাথে, ভোটদানে বাধা থাকবে না। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশ্বাসও দিচ্ছেন জওয়ানরা। ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় টহল দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনী।জানা গেছে সিআরপিএফের ১৮৪ নম্বর ব্যটেলিয়নের ই (E) কোম্পানি রুটমার্চ করে। ভোটের আগেভাগে কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল শুরু করাতে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *