পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজহাওড়া

ছাত্রী বিক্ষোভের জেরে উত্তাল হাওড়ার বিজয় কৃষ্ণ গার্লস কলেজ। বিক্ষোভের নাম করে চললো ভাঙচুর।

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:-ছাত্রী বিক্ষোভে উত্তাল হাওড়া বিজয় কৃষ্ণ গার্লস কলেজ। কলেজ ছাত্রীদের বিরুদ্ধে কলেজের সম্পত্তি ভাঙচুর করার অভিযোগ ওঠে। ছাত্রীদের দাবি অস্বাভাবিক ফি বাড়িয়েছে কলেজ কর্তপক্ষ। তারই বৃদ্ধির প্রতিবাদে তারা আজকে বিক্ষোভ দেখায়।এই নিয়ে দ্বিতীয়বার কলেজের ফি বৃদ্ধি নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়াল হাওড়ার বিজয় কৃষ্ণ গার্লস’ কলেজে। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় ব্যাপক ভাঙচুর হয় কলেজ চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। জানা গিয়েছে, কলেজের ফি বৃদ্ধি নিয়ে অসন্তুষ্ট ছিল একশ্রেণীর পড়ুয়া। তাদের অভিযোগ, একাধিকবার বিষয়টি কলেজ অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানের কাছে জানিয়েও কোনো ফল হয়নি। অতিরিক্ত টাকা দিতে হবে বলে সাফ জানিয়ে দেন তারা। এদিন সেই বিষয়ে ফের সমস্যা মাথা ঝাড়া দিলে কলেজ ইউনিয়নের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ ছাত্রীরা। ইউনিয়নের সদস্যরা বিক্ষোভরত মেয়েদের গায়ে হাত দেয় এবং ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। খবর সংগ্রহ করতে গেলে বাধা দেওয়া হয় সংবাদকর্মীদেরও। কলেজের পরিস্থিতি এখনো থমথমে। বিক্ষোভরত কলেজ ছাত্রী অর্পিতা নস্করের অভিযোগ আজকে ফি বৃদ্ধির বিষয়ে অফিসে কথা বলতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমান করা হয়। তাদের পরিষ্কার বলে দেওয়া হয় ফি না দিতে পারলে কলেজে না আসতে। ওই ছাত্রীর দাবি, তাদের সকলের আর্থিক অবস্থা ভালো নয়। তাই তারা কোন মতেই অতিরিক্ত টাকা জমা দিতে চাইছেন না। যদি ফি মকুব না করতে পারে তারা সেক্ষেত্রে কিছুটা ফি কমিয়ে দিক কলেজ কর্তপক্ষ। তারা সেটাও শুনতে নারাজ বলেই দাবি করেন অর্পিতা।বিক্ষোভ ও ভাঙচুরের খবর পেয়ে কলেজে আসে হাওড়া থানার পুলিশ। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজে ফি বৃদ্ধির জেরে প্রায় দেড়শো জন ছাত্রী সমস্যায় পড়বে বলেই দাবি ছাত্রীদের।যদিও এই বিষয় নিয়ে বিজয় কৃষ্ণ দাস কলেজের অধ্যক্ষা রুমে ভট্টাচার্য দাবি করেন এখনও কোনো ছাত্রী তার কাছে এসে অভিযোগ করেননি । পাশাপাশি ছাত্রীদের দাবি ঠিক নয় বলে তিনি পাল্টা দাবি করেন। তিনি জানান ফি সংক্রান্ত সমস্ত তথ্য তাদের কলেজের ওয়েবসাইটে রয়েছে। সেটা যে কেউ মিলিয়ে নিতে পারে। পাশাপাশি পুরুষ স্টাফ দিয়ে ছাত্রীদের মারধরের প্রসঙ্গ তিনি উড়িয়ে দিয়ে বলেন ছাত্রী, স্টাফ সকলের দায়িত্ব তারই। তিনিই এর সমাধান করবেন। এখানে সংবাদমাধ্যম কোনো সমাধান করতে পারবেন না। উল্লেখ্য কোভিড পরবর্তী সময়ে গত বছরও ফি বৃদ্ধির প্রতিবাদে এই কলেজেই বিক্ষোভ দেখান ছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *