জেলাব্রেকিং নিউজমালদা

ছট্ পুজোয় মাতলেন মানিকচকবাসী

পার্থ ঝা,মানিকচক :: হিন্দি ভাষী মানুষদের কাছে ছট পুজো একটি বৃহওর পুজো হিসেবে পরিচিত।সেই মত মালদা মানিকচকবাসী মাতলেন ছট পুজোয়।
বুধবার বৈকাল নাগাদ মানিকচকের মানিকচক ঘাট এবং মথুরাপুর শংকরটোলা ফুলহার নদী সহ বিভিন্ন ঘাটে অনুষ্ঠিত হয় পুজো।নদীর তীরে পৌছাতে নিজ নিজ মাথায় ডালা নিয়ে পৌছায় ভক্তরা।এদিন মানিকচক ঘাট নদী তিরে তদারকি করেন মালদা জেলা পরিষদ প্রাক্তন সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল।

পরেরদিন বৃহস্পতিবার ভোর নাগাদ আবারো মাথায় ডালা নিয়ে ঘাটে পৌছাবেন ভক্তরা।অঘ্য দিতে নদী-পুকুর তিরে ভিড় জোমায় এলাকার ভক্তরা।

মানিকচক পুলিশ প্রশাসনের তরফে প্রশাসনিক নজরদারি ব্যবস্থা করা হয় জোর কদমে।

রাজেশ রাম বলেন,আমরা প্রতিবছর মথুরাপুর শংকরটোলা ঘাটে আসি ছট্ পুজো করতে।এলাকার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসেন অর্ঘ্য দিতে।
প্রশাসনের পক্ষ থেকে জরদারি চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *