Breakingপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজমহিষাদল

চালকল থেকে দূষণ ছড়ানোর অভিযোগ! ক্ষোভ বাসিন্দাদের

নিউজ বাংলা লাইভ : রাইস মিল বা চালকলের দূষিত দুর্গন্ধ জলে একরকম অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।দূষিত জলে চাষাবাদেরও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রতিবাদে রাইস মিল বা চালকলের গেটের সামনে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। মহিষাদলের এই রাইস মিলের বিরুদ্ধে নোংরা জল ছাড়ার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার কৃষিজীবি মানুষজন।তাদের অভিযোগ, রাইস মিলের নোংরা জল খালে প্রতিনিয়ত বের করা হচ্ছে।

যার জেরে নোংরা জলের দুর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছেন এলাকার মানুষজন। খালের জলকে চাষের কাজে বা অন্য কাজেও ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।এর আগেও বিষয়টি নিয়ে স্থানীয় ব্লক ও পুলিশ প্রশাসনে জানালেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ। মিলের নোংরা জলের দুর্গন্ধে যেমন এলাকার বাসিন্দারা অতিষ্ঠ,তেমনি চাষের কাজেও সমস্যা দেখা দেওয়ায় ক্ষোভ রয়েছে এলকাবাসীর।বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে বলে স্থানীয় মহিষাদল ব্লকের বিডিও জানিয়েছেন।

অন্যদিকে, চালকল মিল কর্তৃপক্ষের দাবি, অভিযোগ সঠিক নয়। অভিযোগের সত্যতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *