ব্রেকিং নিউজমালদা

চাকুরিজীবিরাও রয়েছেন আবাস যোজনায়! বাদ পড়েনি তাবড় তাবড় মানুষেরাও!

নিজস্ব প্রতিনিধি,মালদা:চাকুরীজীবী,পাকা বাড়ির মালিক, শাসক দলের নেতাকর্মী ও অবস্থা সম্পন্নদের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায়।অপরদিকে দিনমজুর,পরিযায়ী শ্রমিক ও হতদরিদ্র পরিবারগুলি তালিকা থেকে বাদ পড়েছে। শাসক দলের নেতাকর্মীদের স্বজন পোষনের অভিযোগ তুলে আবাস যোজনার পুনরায় সার্ভের দাবিতে ও প্রকৃত বঞ্চিত উপভোক্তাদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা একাধিক দাবি সহ হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও বিজয়-গিরির নিকট ডেপুটেশন প্রদান করেন ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি।এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, জেলা সম্পাদক মন্ডলী সদস্য অর্জাউল হক,জেলা কমিটির সদস্য শেখ খলিল, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ডিওয়াইএফআইয়ের সভাপতি শেখ আসমাউল ও সম্পাদক নৃপেন মহালদার সহ এলাকার স্থানীয় বাম নেতৃত্বরা। তাদের দাবি ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা সঠিক তালিকা তৈরি করা কাঁচা বাড়ি যাদের রয়েছে তাদের অবিলম্বে তালিকায় অন্তর্ভুক্তি করা, ১০০ দিনের কাজের টাকা পরিশোধ করা, ১০০ দিনের পরিবর্তে ২০০ দিনের কাজ চালু করা ও মিড ডে মিল রাধুনীদের সাম্মানিক ১০ হাজার টাকার বেশি করা। এই প্রসঙ্গে রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস জানান হরিশ্চন্দ্রপুর ১ও ২ নম্বর ব্লকের প্রতিটা গ্রাম পঞ্চায়েতের বুথে বুথে চরম হারে দুর্নীতি হয়েছে। অগ্রিম ৫-১০ হাজার টাকা কাট মানির বিনিময়ে অবস্থা সম্পন্নদের নাম আবাস যোজনা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। দিনমজুর পরিবারগুলি কাটমানি দিতে পারেননি বলেই তাদেরকে সার্ভের পর বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রশাসন যাতে পুনরায় সার্ভে করেন তাই এদিন এই ডেপুটেশন। ভিডিও বিজয় গিরি জানান ,আবেদন নেওয়া হচ্ছে। জেলাশাসকের নির্দেশ দিলেই পুনরায় সার্ভে করতে পারবেন। তবে তাদের দাবিগুলি উর্ধ্বতন কৃতপক্ষকে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *